January 10, 2025

রায়গঞ্জে লোকশিল্পী সন্মেলনে লোক শিল্পীদের ভাতা বৃদ্ধির দাবি জানালেন লোকশিল্পীরা

1 min read

রায়গঞ্জে লোকশিল্পী সন্মেলনে লোক শিল্পীদের ভাতা বৃদ্ধির দাবি জানালেন লোকশিল্পীরা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণ জোড়া অডিটরিয়াম হলে একদিনের উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক লোকশিল্পী সন্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের ব্যাবস্থাপনা এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই লোক শিল্পী সন্মেলনে আনুমানিক পাঁচ শতাধিক লোক শিল্পী অংশ গ্রহণ করেন। বিশিষ্ট লোকশিল্পী তরণী সেন মোহন্ত বলেন লোকশিল্পীদের নিয়ে জেলা প্রশাসন যে সন্মেলনের ব্যাবস্থা করেছেন তার জন্য আমি লোকশিল্পী হিসাবে ভীষন খুশী হয়েছি।সন্মেলনের মাধ্যমে সবার সাথে সবার মহামিলন ঘটতে পারে।

 

এটাই সবচেয়ে বড় পাওনা।তবে রাজনীতিতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বলেন এখানে মুড়ি মুরকির এক দর।যারা জেলার ভালো শিল্পী বলে পরিচিত তাদের যেমন মাত্র একহাজার টাকা আবার যে কাশি বা কর্তাল বাজায় তাকেও একহাজার টাকা দেবার ব্যাবস্থা করা হয়ছে। এ যে দেখছি সম কাজে সম বেতনের ব্যাবস্থা।তবে এটা শুধু লোকশিল্পীদের বেলায় প্রযোজ্য।যোগ্য ব্যাক্তির কোন দাম নেই, নেই সন্মান।এক হাজার টাকায় বহু কষ্টের সাধনা আজ ধুলায় লুণ্ঠিত হচ্ছে।এই বয়সে অসুস্থ শরীর নিয়েও এসছি লোক সঙ্গীত ও লোক শিল্পীদের আমি খুব ভালোবাসি বলেই।এসব দেখতে এই বয়সে আর ভালো লাগেনা।তাছাড়া শিল্পীর নামে অশিল্পিদের নামের পাহাড় এই জেলা সংস্কৃতি দপ্তরে ভরে গেছে।এই ক্ষোভ শুধু প্রবীণ শিল্পী তরণী সেন মহন্তের নয় অধিকাংশ লোক শিল্পীদের।তাদের বক্তব্য এক হাজার টাকা নয় তাদের কমপক্ষে তিন হাজার টাকা লোক শিল্পী ভাতা করা হোক।তাহলে পরিবার পরিজন নিয়ে কোন রকমে দুবেলা দুমুঠো অন্নর ব্যাবস্থা করা যাবে। জানা যায় জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল,জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা,মহকুমা শাসক কিংশুক মাইতি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই লোকশিল্পীদের সন্মেলনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *