স্টুডেন্ট হেলথ হোমের পরিচালনায় কালিয়াগঞ্জ আঞ্চলিক খো খো খেলায় চ্যাম্পিয়ন ডালিমগাও উচ্চ বিদ্যালয়
1 min readস্টুডেন্ট হেলথ হোমের পরিচালনায় কালিয়াগঞ্জ আঞ্চলিক খো খো খেলায় চ্যাম্পিয়ন ডালিমগাও উচ্চ বিদ্যালয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ সেপ্টেম্বর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালনায় খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জ আঞ্চলিক খো খো খেলায় চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গাও উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
রানার্স হয় ধনকোল মহিম চন্দ্র বিদ্যা ভবনের ছাত্রীরা।স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক রঞ্জন মোদক বলেন খো খো খেলার সূচনা করেন কালিয়া গঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা। স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিককেন্দ্রের সভাপতি চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বলে জানা যায়।
\