শহরের ফুটপাত দখলমুক্ত করতে সরব পৌরসভা
1 min readশহরের ফুটপাত দখলমুক্ত করতে সরব পৌরসভা
মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর পুরসভার পক্ষ থেকে ডালখোলা পৌরসভার অন্তর্গত পূর্ণিয়া মোড়ে বাইপাসের নিচে ফুটপাতে যে সমস্ত দোকান ছিল সেই দোকানগুলোকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার অভিযোগ ।রাস্তার দুইপাশে ব্যাবসায়ীদের অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত চিহ্নিত করে দেওয়া হয়।ডালখোলা এলাকার অন্যতম সমস্যা যানজট। আর এই সমস্যার অন্যতম কারণ ফুটপাত দখল করে বিভিন্ন বেআইনি ব্যবসা। অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের মানুষ এই সমস্যায় ভুগলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সে কারণে দিনের পর দিন ফুটপাত দখল করে ব্যবসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মানুষের চলাচলের রাস্তার পরিসর কমেছে। সাধারণ মানুষের এই সমস্যা দূর করতে কয়েক মাস আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে ফুটপাত দখল মুক্ত করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ফুটপাতে বসা ব্যবসায়ীদের রুজি রুটি নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে । পৌরসভার এহেন সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত ব্যবসায়ীদের ।