January 10, 2025

বেলাইন পাকিস্তান, ২২৮ রানে বিশাল জয় ভারতের

1 min read

বেলাইন পাকিস্তান, ২২৮ রানে বিশাল জয় ভারতের

প্রথমে বিরাট কোহলি ও কেএল রাহুলে অনবদ্য ব্যাটিং। দুই তারকা ব্যাটারেরে শতরান ও ২৩৩ রানের রেকর্ড পার্টনারশিপ। তারপর কুলদীপ যাদবের স্পিনের ভেলকি। এই দুইয়ের ধাক্কায় পুরোপুরি বেলাইন পাকিস্তান। ২২৮ রানের বিশাল ব্যবধানে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত।ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ১১১ রান করেন কেএল রাহুল। শুভমান গিল ৫৮ ও রোহিত শর্মা ৫৬ রান করেন। ৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কুলদীপ যাদব।রবিবার শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ২৪.১ ওভার খেলা হওয়ার পর আর খেলা হয়নি। সেই সময় ভারতের স্কোর ২ উইকেটে ১৪৭।

 

। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। সোমবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন কোহলি ও রাহুল। একে পর এক চোখ ধাঁধানো শট উপহার দেন দুজনে। প্রথমে শতরান ও পরে দ্বিশতরানের পার্টনারশিপও পূরণ করেন কোহলি-রাহুল জুটি।কোহলি-রাহুলের তাণ্ডবের কোনও জবাব ছিল না পাক বোলারদের। ১০০ বলে নিজের শতরান পূরণ করেন রাহুল। অপরদিকে বিরাট কোহলি ৯৮ রানে পৌছতেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের মাইলস্টোন পূরণ করেন। আর তারপরই ৮৪ বলে পূরণ করেন নিজের শতরান।বিরাট কোহলি ওডিআইতে ৪৭ তম শতরান।শেষ পর্যন্ত ৯৪ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরদিকে, কেএল রাহুল অপরাজিত থাকেন ১০৬ বলে ১১১ রানের ইনিংস খেলে। ১২টি চার ও ২টি ছয় মারেন তিনি।

 

২৩৩ রানের অপরাজিত পার্টনারশিপ করে পাকস্তানের বিরুদ্ধে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পার্টনারশিপ করেন কোহলি ও রাহুল। পাকিস্তানের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৫৭।পাহাড় প্রমাণ টার্গেটের সামনে প্রথম থেকেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। ফকর জামান, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা নিয়মিত ব্যবধানে সাজঘরে ফিরতে থাকেন। চোট সারিয়ে ফিরে নতুন বলে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুরও।তবে যে বোলারের সামনে পাকিস্তান ব্যাটাররা অসহায় আত্মসমর্পন করেন তিনি কুলদীপ যাদব। চায়নাম্যান স্পিনারের ভেলকি বুঝে উঠতেই পারেননি পাক ব্যাটাররা। ৫ উইকেট নেন তিনি। তারমধ্যে নাসিম শাহ ও হ্যারিস রউফ চোটের কারণে ব্যাট করতে পারেননি। ৩২ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ২২৮ রান ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

1 thought on “বেলাইন পাকিস্তান, ২২৮ রানে বিশাল জয় ভারতের

  1. 1xBet Promo Code Free guarantees a maximum bonus of 100%. The number of promotional codes issued is limited by the terms and conditions of the promotion. 1xbet bonuskode After the promotion ends, it is your turn to publish a new code. The code is always published on our website as an up-to-date and valid 1xbet promo code.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *