কালিয়াগঞ্জ বি,ডি,ও ‘র নিকট সি,আই,টি,ইউ এর উদ্যোগে মিড-ডে-মিলের কর্মীদের ডেপুটেশনে
1 min readকালিয়াগঞ্জ বি,ডি,ও ‘র নিকট সি,আই,টি,ইউ এর উদ্যোগে মিড-ডে-মিলের কর্মীদের ডেপুটেশনে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১ সেপ্টেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে সিটুর উদ্যোগে মিড ডে মিলের কর্মীরা একটি ডেপুটেশন দেয়।ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল কোন মিড ডে মিলের কর্মীদের কোনভাবেই ছাঁটাই করা চলবেনা,
প্রত্যেক কর্মীকে ব্যাংক একাউন্টের মাধ্যমে বেতন দিতে হবে,ব্যাপক মূল্যবৃদ্ধির বাজারে মিড ডে মিলের কর্মীদের বেতন দ্রুত বৃদ্ধি করতে হবে।ডেপুটেশনের নেতৃত্ব দেন সিটু নেতা জ্যোতি বিকাশ ভদ্র,মনোরঞ্জন পাটোয়ারী এবং প্রশান্ত ঘোষ।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় ডেপুটেশনটি গ্রহন করে বলেন তিনি তাদের দাবি সম্বলিত আবেদনপত্রটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান।