October 27, 2024

আদিবাসী জমী রক্ষা কমিটির একটি সভা অনুষ্ঠিত হলো চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের কালু গছ এলাকায়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়দেব গোপ চোপড়া ২২জুলাই:আদিবাসী জমী রক্ষা কমিটির একটি সভা অনুষ্ঠিত হলো চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের কালু গছ এলাকায় ।সভায়  চোপড়ার বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক আদিবাসী মহিলা পুরুষ সভায় যোগ দেন। সভায় মহকুমা ও ব্লক স্তরের নেতারা বক্তব্য রাখেন ।মহকুমার নেতা নরেশ হাসদা তার বক্তব্যে বলেন, আদিবাসীরা চির দিনই বঞ্চিত   বিষেশ করে উওর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় অবৈধ ভাবে বহু গরিব আদিবাসীর জমিতে চা বাগান গড়ে তোলা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 যা সরকারী নিয়মে আদিবাসী জমি কেও নিতে পারেনা ।কিন্তু অবৈধ ভাবে অনেক চা বাগান মালিক আদিবাসী জমিতে অবৈধ ভাবে চা বাগান গরে তুলেছে ।ওই জমি উদ্ধারের জন্য চোপড়ার আদিবাসী জমি রক্ষা কমিটি দিরঘদিন ধরে আন্দোলোন করছে ।সংগঠনের দাবি অবৈধ ভাবে আদিবাসীরজমি ছারতে হবে ।সভায় আরও অন্যান্য বক্তাগন একই দাবিতে বক্তব্য রাখে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *