October 27, 2024

৬ দফা দাবির ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মহকুমা শাসকে ডেপুটেশন প্রদান করলো সিপিএমের শহর কমেটি

1 min read
দেবব্রত চক্রবর্তী  সোমবার দুপুরে ৬ দফা দাবির ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মহকুমা শাসকে ডেপুটেশন প্রদান করলো সিপিএমের শহর কমেটি। এদিন দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরে বেশ কিছু সময় বিক্ষোভ সমাবেশ করা পড়ে মহকুমা শাসকের কাছে ৬ দফা স্মারক লিপি তুলে দেয় সিপিএম নেতৃত্ব। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল  ইসলামপুরের চোপড়াঝার মৌজার  যে ভুমি  ও ভুমি সংস্কার দপ্তর  থেকে  টেবিল  বসানো  হয়েছে  তা নিয়ে  দুর্নীতির  অভিযোগ  করেন  সিপিএম,  ইসলামপুর  এর  ৩১নং  জাতীয়  সড়ক  এর  বাইপাস  এর  খতি  গ্রস্ত উপযুক্ত  চাষিদের ঘর  মেলেনি বলে অভিযোগ, ইসলামপুর  পৌরোসভা  থেকে  কেন্দ্র সরকারের  প্রকল্প যারা ঘর  পেয়েছেন  তাদের  নাম  এর তালিকা  প্রকাশ  করতে হবে,বিদ্যুতের  মাসুল  কমাতে হবে, হাসপাতালে  দালাল  চক্রের  সমাধান  করতে  হবে  । এ সব নিয়েই  আজ ইসলামপুর  এর  সিপিএম  এর পক্ষ  থেকে  মহকুমাশাসক  এর  কাছে স্মারক  লিপিদেন  ।  এই সমস্যা সমাধান না হলে আগামীতি বৃহত্তর আন্দোলনে পথে নামবে সিপিএ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ম বলে জানান সিপিএমের লোকাল কমেটির সম্পাদক বিকাশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *