October 27, 2024

কালিয়াগঞ্জ পৌর শহরে অস্থায়ী বাস স্ট্যান্ডে যাত্রি শেড না থাকায় যাত্রিরা নাজেহাল , পৌর প্রশাসনের কোন হেল দোল নেই ।

1 min read

 অস্থায়ী বাসস্ট্যান্ডে  যাত্রিদের হয়রানির  ছবি ঃ- তন্ময়  চক্রবত্তী 
জয়ন্ত বোস , বর্তমানের কথা কালিয়াগঞ্জ শহর তবে ৩৩ বছরের পুরোনো পৌর শহর। বিগত ৩৪ বছর ধরে শহরের উন্নয়নের চেহারা দেখলে সকলেই বলতেন এটা কি পৌর শহর নাকি গঞ্জ এলাকা। আর এই পৌর শহরে বিবেকানন্দ মোড়ের সন্নিকটে একটি পৌর  পাবলিক বাসস্ট্যান্ড গড়ে উঠে কিন্তু প্রতিনিয়ত রক্ষনাবেক্ষণের অভাবে সেই বাসস্ট্যান্ডের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। দীর্ঘদিন অর্থাত্ ২৫ বছর কালিয়াগঞ্জ পৌরসভার পৌর বোর্ডের দ্বায়িত্বে ছিল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড।গত ২০১৫ সালে পৌর নির্বাচনেও ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে কংগ্রেস জিতলেও গত বছর পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নে সামিল হয়ে কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌর বোর্ডে পরিনত হয়। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এরপরেই কালিয়াগঞ্জ পৌর অঞ্চলের সার্বিক উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করে পশ্চিম বঙ্গ সরকারের পৌর দপ্তর সহ একাধিক দপ্তর। আজকে সেই বরাদ্দকৃত কোটি কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ পৌর অঞ্চলের বিভিন্ন স্তরের সার্বিক উন্নয়ন শুরু হয়েছে , তার মধ্যে বিবেকানন্দ মোড়ের পৌর পাবলিক বাসস্ট্যান্ড কে কয়েক কোটি টাকা ব্যয়ে  নবরুপে সাজিয়ে তুলতে যুদ্ধ তত্পরতায় কাজ শুরু হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় যাতায়াতের সুবন্দোবস্তের জন্য বাস  যাত্রি দের সুবিধার্থে কালিয়াগঞ্জ থানার সামনের ময়দানে পৌরসভা কতৃক একটি অস্থায়ী বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। কিন্তু সেই অস্থায়ী বাসস্ট্যান্ডে যাত্রিদের সুবিধার্থে কোনো অস্থায়ী যাত্রি শেড না থাকায় কয়েকদিন ধরে প্রখর রৌদ্রে এবং দুইদিন ধরে বৃষ্টির জন্য বাস ধরতে আসা ও বাস থেকে নামা যাত্রিদের প্রচন্ড নাজেহাল ও হয়রানির স্বীকার হতে হচ্ছে। অস্থায়ী বাসস্ট্যান্ডের অস্থায়ী অফিসঘড়ে স্বল্প পরিসরের জায়গাতে যাত্রি সকলে দাঁড়াতে না পেরে ইতস্ততঃ ভাবে পার্শ্ববর্তী বিভিন্ন দোকানের শেডের তলে এমনকি পাকুর গাছের তলে আশ্রয় নিচ্ছেন কিন্ত বৃষ্টি আসলে তাদের অবস্থা শোচনীয় হয়ে পরছে। অস্থায়ী বাসস্ট্যান্ডের নিত্যদিনের চলাচল কারি অসংখ্য মানুষের সাথে কথা বলে জানা গেল তাদের নিত্যদিনের হয়রানির কথা। অস্থায়ী বাসস্ট্যান্ডের অস্থায়ী অফিসঘড়ের পাশে যদি একটি টিনের শেড দিয়ে অস্থায়ী যাত্রি শেডের ব্যবস্থা করে দেওয়া যেত তাতে করে যাত্রিদের হয়রানির স্বীকার ও নাজেহাল হতে হতো না। কোটি কোটি টাকা ব্যয়ে যখন সর্বস্তরে উন্নয়ন যজ্ঞ চলছেই তখন সামান্য ব্যয়ে যাত্রি সকলের সুবিধার্থে অস্থায়ী উন্নয়নের বাধা কোথায় এই প্রশ্ন সকলের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *