December 5, 2024

বিজেপি শিবিরে মতভেদ 'ছাগল' নিয়ে

1 min read
প্রীতম সাঁতরাঃবিজেপি নেতা চন্দ্র বোস ট্যুইটারে  মন্তব্য করলেন  ‘হিন্দুদের উচিত ছাগলের মাংস না খাওয়া’। । একথা বলার পিছনে অবশ্য যুক্তিও দেখিয়েছেন তিনি। তাঁর মতে, ছাগলকে ‘মাতা’ হিসাবে গ্রহণ করা উচিত। চন্দ্র বোসের যুক্তি, ‘গান্ধিজি প্রায়ই কলকাতায় আমার ঠাকুরদা শরৎচন্দ্র বোসের এক নম্বর উডবার্ন পার্কের বাড়িতে থাকতেন। তিনি ছাগলের দুধ খেতে পছন্দ করতেন। সেকারণে আমাদের বাড়িতে দু’টি ছাগল রাখা হয়েছিল। দুধ খাওয়ার জন্য ছাগলকে মায়ের আসনে বসিয়েছিলেন হিন্দুদের রক্ষাকর্তা গান্ধিজি। তাই হিন্দুদের উচিত ছাগলের মাংস না খাওয়া।’ যদিও এই মন্তব্যের বিরোধিতাও এসেছে বিজেপি শিবির থেকেই। পাল্টা মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তথাগত রায়ের পাল্টা জবাব, ‘গান্ধিজি বা আপনার ঠাকুরদা কেউ কখনও বলেননি ছাগল মাতা। গান্ধিজি বা অন্য কেউ কখনও নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করেননি। আমরা হিন্দুরা গরুকে আমাদের মা বলে মনে করি, ছাগলকে নয়। অনুগ্রহ করে এই ধরনের মত ছড়াবেন না।’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *