December 5, 2024

প্রধানমন্ত্রী বাল্য জীবন নিয়ে তৈরি শর্ট ফিল্ম 'চলো জিতে হ্যায়'-

1 min read
প্রীতম সাঁতরাঃ এবার, ২০১৯ নির্বাচনের মত হাইপ্রোফাইল নির্বাচন নিয়ে কঙ্গনার এরুপ মন্তব্য নরেন্দ্র মোদী প্রকৃত গণতান্ত্রিক নেতা,প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই সর্বাধিক যোগ্য ব্যক্তি, এমনটাই জানালেন ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।    ২০১৯ লোকসভা নির্বাচনেও মোদীকেই জয়ী হিসাবে দেখতে চেয়েছেন তিনি। এর আগে মণিকর্ণিকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজনৈতিক মহলে। । যদিও বিরোধী কোনো শিবির থেকে বলি কুইনের পাল্টা কোনো মন্তব্য দেওয়া হয়নি এখনও পর্যন্ত। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শনিবার প্রধানমন্ত্রীর বাল্য জীবন নিয়ে তৈরি শর্ট ফিল্ম ‘চলো জিতে হ্যায়’-এর স্ক্রিনিংয়ে এসেছিলেন এই অভিনেত্রী। সেখানেই নরেন্দ্র মোদীকে বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর সেরার শিরোপা দিয়েছেন তিনি। তিনি আরও জানান, বাবা-মায়ের জোরে নয়, নরেন্দ্র মোদী যা কিছু অর্জিত সবই নিজের বলে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *