রাজনৈতিক দলগুলির কোন হেলদোল না থাকায় কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের জমি অধিগ্রহনের নোটিফিকেশন বিষবাও জলে?-
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর—এক যাত্রায় এ যেন পৃথক ফলের মতই ঘটনা।দক্ষিণ
দিনাজপুরের হিলি–বালুরঘাট প্রস্তাবিত রেল প্রকল্পের জন্য রেল দপ্তর জেলা শাসকের মাধ্যমে জমি অধিগ্রহনের নোটিফিকেশন
জারি করলেও এক সময়কার রেল প্রকল্প কালিয়াগঞ্জ–বুনিয়াদপুরের প্রস্তাবিত রেল
প্রকল্পের জন্য রেল দপ্তর আজ ও জমি অধিগ্রহনের জন্য কোন নোটিফিকেশন জারি করতে
পারলোনা।জানা যায় ইউ পি এ সরকারের আমলে এই রেল প্রকল্পের কাজ একবার প্রাথমিকভাবে
শুরু করে দিলেও সেই সময় রেলের জমিদাতাদের মিথ্যা ভুল বুঝিয়ে এলাকায় নাগরিক মঞ্চ
গড়ে তার নেতৃত্ব দেন বিজেপির বর্তমান রাজ্য কমিটির সদস্য প্রদীপ সরকার।নাগরিক
মঞ্চের সভাপতি প্রদীপ সরকারের দাবি ছিল রেলের জমি দেবার পূর্বে রেল দপ্তরকে জানাতে
হবে রেল প্রকল্পের জন্য যে সমস্ত চাষীরা জমি দেবে তারা জমির দাম কেমন পাবে ?
দিনাজপুরের হিলি–বালুরঘাট প্রস্তাবিত রেল প্রকল্পের জন্য রেল দপ্তর জেলা শাসকের মাধ্যমে জমি অধিগ্রহনের নোটিফিকেশন
জারি করলেও এক সময়কার রেল প্রকল্প কালিয়াগঞ্জ–বুনিয়াদপুরের প্রস্তাবিত রেল
প্রকল্পের জন্য রেল দপ্তর আজ ও জমি অধিগ্রহনের জন্য কোন নোটিফিকেশন জারি করতে
পারলোনা।জানা যায় ইউ পি এ সরকারের আমলে এই রেল প্রকল্পের কাজ একবার প্রাথমিকভাবে
শুরু করে দিলেও সেই সময় রেলের জমিদাতাদের মিথ্যা ভুল বুঝিয়ে এলাকায় নাগরিক মঞ্চ
গড়ে তার নেতৃত্ব দেন বিজেপির বর্তমান রাজ্য কমিটির সদস্য প্রদীপ সরকার।নাগরিক
মঞ্চের সভাপতি প্রদীপ সরকারের দাবি ছিল রেলের জমি দেবার পূর্বে রেল দপ্তরকে জানাতে
হবে রেল প্রকল্পের জন্য যে সমস্ত চাষীরা জমি দেবে তারা জমির দাম কেমন পাবে ?
রেল প্রকল্পের জমি দাতাদের পরিবারের এক জনকে
রেল দপ্তরে চাকুরী দেওয়া হবে কিনা?রেল দপ্তর
জমিদাতাদের জমির সমস্ত কাগজপত্র দেখ বার জন্য কালিয়াগঞ্জ স্টেশনে পর পর দুইবার ক্যাম্প
করে থাকলেও সেই ক্যাম্পে নাগরিক কমিটির নেতা প্রদীপ সরকারের বাধা দানের কারনেই কোন
জমি দাতাদের আসতে দেওয়া হয়নি।রেল দপ্তরের পক্ষ থেকে বার বার পরিষ্কার করে জানিয়ে
দেওয়া হয় বাজার দর অনুযায়ী তথা রেলের বর্তমান আইন অনুযায়ী রেল প্রকল্পের জমি নেবার
জন্য জমিদাতাদের যে পরিমান টাকা দেওয়া হয় রেলের আইন অনুযায়ী সেই পরিমান অর্থ ই
দেওয়া হবে।কিনতু বিজেপি নেতা প্রদীপ সরকার সেই সবকে কোন রকম তোয়াক্কা না করে বরঞ্চ
তিনি জমি দাতা দের নিয়ে অনশনে বসেন।বেশ কয়েকদিন অনশন করবার পর ঘটা করে তার অনশন
ভাঙানোর ব্যবস্থা করেন রেল দপ্তরের অধিকারীকগন।
রেল দপ্তরে চাকুরী দেওয়া হবে কিনা?রেল দপ্তর
জমিদাতাদের জমির সমস্ত কাগজপত্র দেখ বার জন্য কালিয়াগঞ্জ স্টেশনে পর পর দুইবার ক্যাম্প
করে থাকলেও সেই ক্যাম্পে নাগরিক কমিটির নেতা প্রদীপ সরকারের বাধা দানের কারনেই কোন
জমি দাতাদের আসতে দেওয়া হয়নি।রেল দপ্তরের পক্ষ থেকে বার বার পরিষ্কার করে জানিয়ে
দেওয়া হয় বাজার দর অনুযায়ী তথা রেলের বর্তমান আইন অনুযায়ী রেল প্রকল্পের জমি নেবার
জন্য জমিদাতাদের যে পরিমান টাকা দেওয়া হয় রেলের আইন অনুযায়ী সেই পরিমান অর্থ ই
দেওয়া হবে।কিনতু বিজেপি নেতা প্রদীপ সরকার সেই সবকে কোন রকম তোয়াক্কা না করে বরঞ্চ
তিনি জমি দাতা দের নিয়ে অনশনে বসেন।বেশ কয়েকদিন অনশন করবার পর ঘটা করে তার অনশন
ভাঙানোর ব্যবস্থা করেন রেল দপ্তরের অধিকারীকগন।
রেলের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শ্রীমতী
নদীতে একটি সেতুর নির্মাণ কাজ শুরু করলেও সেই সেতুটির কাজ শেষ না করেই রেলের
ঠিকাদাররা কাজ বন্ধ করেই চলে যায়।সেই থেকেই রেলের কাজ বন্ধ হয়ে আছে।সেই সময় তৃণমূল
কংগ্রেসের তেমন কোন সংগঠন না থাকলেও কালিয়াগঞ্জে কংগ্রেস ও বামেদের ব্যাপক প্রভাব
থাকলেও এই দুটি রাজনৈতিক দল একটি বারের জন্যও প্রদীপ সরকারের নেতৃত্বে নাগরিক মঞ্চ
সরকারি কাজে বাধা দেবার জন্য প্রদীপ সরকারের কাজের বিরুদ্ধে তাদের ছিলনা কোন রকম
দলীয় আন্দোলন।
নদীতে একটি সেতুর নির্মাণ কাজ শুরু করলেও সেই সেতুটির কাজ শেষ না করেই রেলের
ঠিকাদাররা কাজ বন্ধ করেই চলে যায়।সেই থেকেই রেলের কাজ বন্ধ হয়ে আছে।সেই সময় তৃণমূল
কংগ্রেসের তেমন কোন সংগঠন না থাকলেও কালিয়াগঞ্জে কংগ্রেস ও বামেদের ব্যাপক প্রভাব
থাকলেও এই দুটি রাজনৈতিক দল একটি বারের জন্যও প্রদীপ সরকারের নেতৃত্বে নাগরিক মঞ্চ
সরকারি কাজে বাধা দেবার জন্য প্রদীপ সরকারের কাজের বিরুদ্ধে তাদের ছিলনা কোন রকম
দলীয় আন্দোলন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপি নেতা প্রদীপ সরকার তখন একরকম ফাঁকা মাঠে এই সমস্ত রাজনৈতিক
দলগুলোকে এক প্রকার ঘোল খাইয়ে ছেরে দিয়েছে।যদিও এতবড় একটি রেল প্রকলের কাজ দীর্ঘ
কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকলেও কোন রাজনৈতিক দলের কারো কোন রকম মাথা ব্যাথা নেই যা
কালিয়াগঞ্জ বাসী দেখে শুনে হতবাক হয়ে যায়।
দলগুলোকে এক প্রকার ঘোল খাইয়ে ছেরে দিয়েছে।যদিও এতবড় একটি রেল প্রকলের কাজ দীর্ঘ
কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকলেও কোন রাজনৈতিক দলের কারো কোন রকম মাথা ব্যাথা নেই যা
কালিয়াগঞ্জ বাসী দেখে শুনে হতবাক হয়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অথচ পাশের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার
হিলি-বালুরঘাট রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে থাকলেও একলাখি বালুরঘাট রেল উন্নয়ন
কমিটির সাথে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের মাধ্যমেই হিলি-বালুরঘাট রেল প্রকল্পের
বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের জমি অধিগ্রহনের নোটিফিকশন জারি করাতে বাধ্য করলেও
কালিয়াগঞ্জের রাজনৈতিক দলের নেতৃত্ব এসবের ধারে কাছে কোনদিন যাবার কথা ভাবতেই
পারেনা।কালিয়াগঞ্জের সাধারণ মানুষের দাবি বিজেপিই এই রেল প্রকল্পের কাজ বন্ধ করেছে তাই বিজেপিকেই এই রেল জট সবার আগে খোলার ব্যবস্থা করতে হবে লোকসভা
নির্বাচনের কথা মাথায় রেখে।অন্যথায় আগামী লোকসভা নির্বাচন খুব একটা সহজ হবেনা
বিজেপির কাছে।কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্প এবারের লোকসভা নির্বাচনে বড়
ইস্যু হয়ে দাঁড়াবে বলেই সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার বিষয়বস্তু হয়ে
দাঁড়িয়েছে।
হিলি-বালুরঘাট রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে থাকলেও একলাখি বালুরঘাট রেল উন্নয়ন
কমিটির সাথে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের মাধ্যমেই হিলি-বালুরঘাট রেল প্রকল্পের
বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের জমি অধিগ্রহনের নোটিফিকশন জারি করাতে বাধ্য করলেও
কালিয়াগঞ্জের রাজনৈতিক দলের নেতৃত্ব এসবের ধারে কাছে কোনদিন যাবার কথা ভাবতেই
পারেনা।কালিয়াগঞ্জের সাধারণ মানুষের দাবি বিজেপিই এই রেল প্রকল্পের কাজ বন্ধ করেছে তাই বিজেপিকেই এই রেল জট সবার আগে খোলার ব্যবস্থা করতে হবে লোকসভা
নির্বাচনের কথা মাথায় রেখে।অন্যথায় আগামী লোকসভা নির্বাচন খুব একটা সহজ হবেনা
বিজেপির কাছে।কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্প এবারের লোকসভা নির্বাচনে বড়
ইস্যু হয়ে দাঁড়াবে বলেই সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার বিষয়বস্তু হয়ে
দাঁড়িয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});