উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
1 min readউত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ফেব্রুয়ারি:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি ভবনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মর্যাদা সহকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।ভাষা শহীদ স্মারকে পুষ্প স্তবক দিয়ে উপস্থিত সবাই স্রধ্যা জানানোর পর শ্রীমতী নীলিমা বর্মণের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাসের স্বাগত ভাষনের পর রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি তার বক্তব্যে বলেন আমরা আমাদের মাতৃভাষাকে আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে যেন প্রতিদিন আমাদের কাজের মাধ্যমে যদি পালন করতে পারি
তবেই প্রকৃত মাতৃভাষা দিবস পালনের সাফল্য পেতে পারি।বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তরণী সেন মোহন্ত হালদার,আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তী,আকাশ সরকার এবং নীলিমা বর্মন।স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি সুনীল চন্দ,তুহিন চন্দ,অরুণ চক্রবর্তী,প্রদীপ কুমার রায়,দীপা চৌধুরী শংকর রায়,হিমাংশু দাস, সোমা চক্রবর্তী,রানী সেন, সৌরেন চৌধুরী,আরতি দেবনাথ,দীপা চৌধুরী, স্নিগ্ধা সরকার এবং সৌভিক দাস।
আবৃত্তি পাঠ করে শোনান সুস্মিতা দাস এবং সঞ্জীবন সরকার।নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে নব নৃত্যা লয়ের নৃত্য শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন কল্যাণ চক্রবর্তী।অন্যদিকে অমর একুশে উদযাপন কমিটির উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের প্রান্তিক রেল স্টেশনরাধিকাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানালেন যুগ্ম আহ্বায়ক সুজিত গোস্বামী এবং বিপুল মৈত্র।