ভোট এলেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে বিজেপির হাসপাতাল ডেপুটেশন
1 min read
ভোট এলেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে বিজেপির হাসপাতাল ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ ফেব্রুয়ারি:যেকোন ভোট সামনে এলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্যা বৃদ্ধির মিথ্যা ঘোষণা প্রতিবার করে থাকেন। এবারেও একই ভাবে পঞ্চায়েত নির্বাচন আসার আগে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্যা ৬০ টি বেডের জায়গায় ২৫০ টি বেড বাড়িয়ে দেবার কথা ঘোষণা করলেও কাজের কাজ গত তিন বছরেও করতে পারেনি। তাই মঙ্গলবার বিজেপির শহর মণ্ডল কমিটির উদ্যোগে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস বলেন তৃণমূলের ছোট নেতা থেকে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত বার বার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্যা বাড়িয়ে ২৫০ বেড করা হল।ঘোষণা বার বার করা হলেও কাজের কাজ কিছুই গত তিন বছরেও করতে পারেনি
।কালিয়াগঞ্জের মানুষদের বার বার ধোঁকা দেওয়া হচ্ছে।আমরা আজ তারই বিরুদ্ধে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিলাম বলে গৌরাঙ্গ দাস জানান।বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন স্টেট জেনারেল হাসপাতালে কোন রক্তের ব্যাবস্থা নেই। কত বড় লজ্জার বিষয়।স্টেট জেনারেল হাসপাতালে এক্সরে মেশিনের জন্য বার বার ডেপুটেশন দেওয়া হলেও আজ পর্যন্ত একটি এক্সরে মেশিন আনা হয়নি।এক্সরে মেশিন না থাকার ফলে রোগীদের রায়গঞ্জে গিয়ে এক্সরে করতে হচ্ছে প্রচুর পয়সা ব্যায় করে।উত্তরবঙ্গে একটা ভালো কোন হাসপাতাল নেই। যেখানে সাধারন মানুষরা ভালোভাবে চিকিৎসার পরিষেবা পাবে। পাশাপাশি গ্রামের হাসপাতাল গুলোর অবস্থাও বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অথচ হাল ফেরানোর জন্য রাজ্য সরকারের কোন উদ্যোগই নেই। হাসপাতালে পরিকাঠামো কোন উন্নয়নই হয়নি। অথচ প্রতিবারই ভোটের সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় খুব শীঘ্রই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের হাল ফেরানোর জন্য ব্যবস্থা করা হবে। প্রতিবারই ভোটের সময় হাসপাতালের উন্নয়ন হবে বলে কখনো শিলান্যাস কখনো নারকেল পাঠানো হয়। আবারও সামনে পঞ্চায়েত নির্বাচন তাই খুব শীঘ্রই হাসপাতালে আবার নারকেল ফাটানো হবে। এমনটা চলতে থাকলে আগামী দিনে এর ফল ভালো হবে না বলে চরম হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিজেপির মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ড:তাপস রায়কে ডেপুটেশন দিলে তিনি সমস্যা সমাধানের জন্য উর্ধতন কর্তৃপ ক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান।ডেপুটেশন দেবার আগে বিজেপি যুব মোর্চা একটি বিশাল মিছিল সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে .
narukova.ru
Диктатура – власть, опирающаяся на силу, в самом прямом смысле слова.
Как продавать онлайн – Бизнес-секреты
когда выйдет фильм назад в будущее 4
vipspark.ru
fump.ru
film.vipspark.ru
как смотреть фильмы онлайн через телефон на телевизоре