October 24, 2024

রাজ্যে এই প্রথম মালদা জেলা গ্রন্থাগারে চালু হল বইবাগান

1 min read

রাজ্যে এই প্রথম মালদা জেলা গ্রন্থাগারে চালু হল বইবাগান

রাজ্যে এই প্রথম মালদা জেলা গ্রন্থাগারে চালু হল বইবাগান। দীর্ঘ আট মাস ধরে গ্রন্থাগারের কর্মীরা জেলা প্রশাসনের সহায়তায় নিরলস পরিশ্রম করে পরিত্যক্ত প্রায় জঙ্গল জায়গাকে কে বই বাগানে পরিণত করলেন। খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে শিশু কিশোর ও বয়স্কদের বই পড়ার অনুভূতি দিতেই তাদের এই অভিনব প্রয়াস।

সোমবার এই বই বাগানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভারপ্রাপ্ত গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জামিল ফাতেমা জেবা, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যানের সুমালা আগারওয়াল ভারপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক তুষার কান্তি মন্ডলসহ আরো অনেকে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বই বাগানের উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এরপর মন্ত্রী সারা বই বাগান পায়ে হেঁটে ঘুরে দেখেন সবকিছুদেখে চায়ের কাপে চুমুক দিতে দিতেই বইবাগানের ভুয়সী প্রশংসা করেন, জেলার ভারপ্রাপ্ত গ্রন্থাগারই তুষার কান্তি মন্ডল জানান বর্তমানে গ্রন্থাগারের প্রায় তিন হাজারের বেশি পাঠক রয়েছেন প্রতিদিন ঘরে প্রায় ১০০ জন পাঠক এখানে আসেন, তবে ফুলবাগানের মধ্যে বই পড়ার একটা অনুভূতি আলাদা বই প্রেমীরা যাতে একটা মনের মত পরিবেশে পঠন-পাঠন করতে পারে সেই জন্যই এই অভিনব উদ্যোগ পাঠকদের সুবিধার্থে ক্যাফেটেরিয়াও চালু করা হচ্ছে বলে জানান তিনি, তবে এই বই বাগানে পাঠকরা আরও বেশি করে বই মুখো হতে পারবে বলে আশা করছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *