চিতাবাঘের আক্রমণে আহত হলো তিন জন যুবক.
1 min readচিতাবাঘের আক্রমণে আহত হলো তিন জন যুবক
সোমবার দিনভর চিতা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে উঠলেন সমগ্র গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত একটি চা বাগানের মধ্যে। সকালে চা বাগানের মধ্যে ওষুধ স্প্রে করার সময়ে প্রথমে চিতাবাঘটি দেখতে পান বাগানের কর্মী।
এরপরই চিতাবাঘটি অতর্কিত আক্রমণ করে তিনজনের ওপরে। পিকু সরকার, ফইলার সরকার এবং মহিদুল ইসলাম চিতা বাঘের আক্রমণে আহত হন। চিতাবাঘের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মাল বন্যপ্রাণ স্কোয়াড এর রেঞ্জার দীপেন সুব্বা ও অন্যান্য কর্মীবৃন্দ। ওই এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশও। চিতাবাঘ বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভীড় হয়। জলপাইগুড়ি থেকে আনা হয় ট্রাঙ্কুলাইজারটিম। বাগানের মধ্যেই লুকিয়ে থাকা চিতা বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রসঙ্গত মাল বন্যপ্রাণ শাখার রেঞ্জার দীপেন সুব্বা বলেন, ” সকালে চিতাবাঘ বেরোনোর খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। চিতাবাঘের আক্রমণে তিনজন আহত হলে তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা ব্যর্থ হয়। প্রয়োজনে চিতা বাঘটিকে ধরতে খাঁচা পাতা হবে “। আহত তিনজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। চিতা বাঘের আক্রমণে আহত পিকু সরকার বলেন, ” চিতা বাঘটি অতর্কিতভাবে হঠাৎই তার ওপর ঝাঁপিয়ে পড়ে “।