আগামীকাল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কোচবিহার কলকাতা বিমান পরিষেবা
1 min readআগামীকাল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কোচবিহার কলকাতা বিমান পরিষেবা
আগামীকাল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। কেন্দ্রীয় সরকারের উরান প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকারের সহায়তায় আগামীকাল ইন্ডিয়া ওয়ান ইয়ার নামে একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা তাদের নয় আসন বিশিষ্ট বিমান কোচবিহার থেকে কলকাতা চলাচল করবে।
ইতিমধ্যেই বেশ কয়েকবার বিমানটির ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিমানের টিকিটের বুকিং শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি। শেষবার ১৯৯৫ সালে বিমান চলেছিল কোচবিহার বিমানবন্দর থেকে তারপর একাধিকবার বিমান চালানোর চেষ্টা হলেও তা সফল হয়নি। ফের একবার এই উদ্যোগ নেওয়া হলো। স্বাভাবিকভাবেই খুশি জেলা বাসী।