January 5, 2025

স্বর্গীয় প্রফুল্ল কুমার গুহ স্মৃতি শিল্ডে চ্যাম্পিয়ন সরলা সুন্দরী বিদ্যালয়

1 min read

স্বর্গীয় প্রফুল্ল কুমার গুহ স্মৃতি শিল্ডে চ্যাম্পিয়ন সরলা সুন্দরী বিদ্যালয়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯ ফেব্রুয়ারি: রবিবার কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনূর্ধ ১৭ স্বর্গীয় প্রফুল্ল কুমার গুহ স্মৃতি শিল্ডে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে স্বর্গীয় নিতাই চন্দ্র চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় অখিল কুমার গুহ স্মৃতি রানার্স এর খেলায় ডালিমগাও হাই স্কুলকে ৩- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ানের মর্যাদা পেল সরলা সুন্দরী হাই স্কুল।টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শুরু হয়।টুর্নামেন্টের খেলা শুরু হবার পূর্বে একটি মহিলা প্রদর্শনী ফুটবল খেলা গোল শূন্য ভাবে শেষ হয়।রবিবার সকালে এই আট দলীয় একদিনের নক আউট খেলার উদ্বোধন করেন শ্রী সৌম্য কান্তি গুহ এবং শ্রীমতী সুমিতা বাগচী গুহ। এদিন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলে লাথি মেরে খেলারসূচনা করেন। ফুট বল খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,

রথীন্দ্র নাথ গুহ,সুমনা গুহ,কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস,পার্বতী সুন্দরী হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা, জিনগাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহমেদ,সরলা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্ম, চন্দন চক্রবর্তী,প্রাক্তন প্রধান শিক্ষক বিমল সেন, শুক্লা ঘোষ,কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক শান্তনু দেবগুপ্ত,প্রাক্তন ফুটবল খেলোয়াড় অজয় দাস,সন্দীপ কুমার ধর,চঞ্চল সরকার,প্রাক্তন শিক্ষক দেবব্রত সরকার,তপন কুমার চক্রবর্তী,শিবেশ কুন্ডু বন্ধন চ্যাটার্জি সহ অনেকেই উপস্থিত ছিলেন।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন বিদ্যালয় ভিত্তিক এই নক আউট ফুটবল খেলায় অংশ গ্রহন কারি প্রত্যেক বিদ্যালয়কে একটি করে মোমেনটো দেওয়া হয়।

 

চ্যাম্পিয়ন দলকে মোমেন্টর সাথে প্রাইজ মানি হিসাবে চার হাজার এবং রানার্স দলকে মোমেন্টর সাথে প্রাইজ মানি হিসাবে তিন হাজার টাকা দেওয়া হয় বলে সম্পাদক তরুণ গুহ জানান।শুধু তাই নয় প্রত্যেক অংশ গ্রহণকারি দলকে যাতায়াত খরচ বাবদ একহাজার টাকা করে দেওয়া হয়।অপরদিকে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সহ সভাপতি জয়ন্ত ব্যানার্জী সরলা সুন্দরীর দলের গোল রক্ষক কে শ্রেষ্ট গোল রক্ষ্কের সন্মান হিসাবে গিফট দেওয়ার সাথে সাথে ডালিমগাও দলের গোল রক্ষ্ককে সন্মান জানান।

 

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ সহ সভাপতি,জয়ন্ত ব্যানার্জী হিসাব রক্ষক সুশান্ত চৌধুরী,মহম্মদ এজাবুল হক কুন্তল সরকার,অজয় কুমার গুহ,গৌতম ঘোষ যে ভাবে কঠিন পরিশ্রম করেছে তাদেরকে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সৌম্য কান্তি গুহ এবং শ্রীমতী সুমিতা বাগচী গুহ।সরলা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্ম সহকারী শিক্ষক চন্দন চক্রবর্তী বিদ্যালয়ের ছাত্রদের সাথে ট্রফি নেন। অপর দিকে রানার্স দল ডালিমগাও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের হাতে ট্রফি তুলে দেন শুক্লা ঘোষ সহ ফুটবল একাডেমির সদস্যরা।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী এবং মহম্মদ ইজাবুল হক এবং জয়ন্ত ব্যানার্জী।খেলা দেখার জন্য মাঠে প্রচুর ফুটবল প্রেমী মানুষদের ভীড় জমে।

1 thought on “স্বর্গীয় প্রফুল্ল কুমার গুহ স্মৃতি শিল্ডে চ্যাম্পিয়ন সরলা সুন্দরী বিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *