October 25, 2024

সারা রাজ্যের সাথে চোপড়াতেও নাকি উন্নয়নের জোয়ার এসেছে ?

1 min read
জয়দেব গোপ চোপড়া ২৯জুলাই:পাকা রাস্তা হয়েছে বছর পাঁচেক আগে ।কিন্তু,ওই  পাকা রাস্তা কাজে লাগছে না একটি কার্লভাটের কারনে ।কোমর জল ভেঙ্গে যাতায়াত করতে হচ্ছে ১০-১২টি গ্রামের মানুষকে ।গ্রাম বাসিদের অভিযোগ সারা রাজ্যের সাথে চোপড়াতেও নাকি উন্নয়নের জোয়ার এসেছে ।তবুও কেন ৬ কিলোমিটার পাকা রাস্তার মাঝে শুধু মাত্র একটি কার্লভাট না হওয়ার কারণে যাতায়াতে দুর্ভোগ গ্রাম বাসিদের ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এমনই অভিযোগ সোনাপুর অঞ্চলের ঘরুগছ শীতল গছ লক্ষী ডাঙ্গী ধলাই গছ দূর্গাপুর নটিগছ সহ ১০-১২টি গ্রামের মানুষের ।গ্রাম বাসীদের অভিযোগ,৫বছর আগে ঘরুগছ মোড় থেকে শীতল গছ শ্মশান ঘাট ও দূর্গাপুর হয়ে ৩১নম্বর জাতীয় সড়কের সোনাপুর রেল লাইন ওভার ব্রিজ পর্যন্ত ৬কিলোমিটার পাকা রাস্তা হয়েছে প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ।কিন্তু ওই রাস্তার মাঝে ভাটা নদীতে শুধু একটি কার্লভাট না হওয়াতে ওই রাস্তা ব্যবহার করতে পারছে না এলাকার মানুষ ।গ্রাম বাসিরা জানান,৫বছর ধরে শুধু প্রতিশ্রুতিই  পাচ্ছে তারা ,কিন্তু কার্লভাট হচ্ছে না ভাটা নদীতে ।তাই তাদের ঘুরপথে কালাগছ হয়ে যাতায়াত করতে হচ্ছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অসীম শিকদার সহ গ্রামবাসিরা জানান ,তারা শীঘ্রই একটি কার্লভাট দাবি  করছেন ।এ ব্যাপারে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান,ওই কার্লভাটটি  শীঘ্রই করার ব্যবস্থা করা হবে ।কেন এতদিন কার্লভাট হয়নি খোঁজ নেওয়া হবে ।চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিনও শীঘ্রই ওই কার্লভাট করার আশ্বাস দিয়েছেন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *