October 26, 2024

স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ তিন কিশোর

1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ তিন কিশোর।রহস্য জনক ভাবে তিন কিশোর উধাওয়ের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানা এলাকায়।নিখোঁজের দুই দিন পার করলেও এখনো কোনো খোঁজ নেই তিন কিশোরের। সন্তানদের হারিয়ে ভেঙে পড়েছে তিন পরিবার।কোনো অঘটন ছাড়াই সন্তানদের ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছে পরিবার।ঘটনায় মানিকচক থানায় তিন কিশোর নিখোঁজের অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নিখোঁজ তিন কিশোরের নাম,মুকলেস নাদাব, রবিউল মিয়া, নুরকালাম মিয়া।সকলেরই বয়স ১৩-১৪ বছর।মানিকচক থানার কোরিয়া সুলতানপুর এলাকায় বাড়ি।মানিকচক শিক্ষা নিকেতক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পঠরত।কারোর বাবা ভুটভুটি চালক,তো আবার কা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রোর দিনমজুর।পরিবার সূত্রে জানাগেছে,মানিকচক শিক্ষা নিকেতক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবাসন থেকেই তিন কিশোরের পড়াশোনা চলতো।রোজ আবাসন থেকে বিদ্যালয়,তারপর ফিরে আবার আবাসন,মাঝে মাঝে নিজেদের বাড়িও ক্ষনিকের জন্য আসতো কিশোরেরা।এটাই ছিল রোজকার রুটিং।তবে বৃহস্পতিবার সন্ধে নাগাদ আবাসনের পক্ষ থেকে পরিবারের লোকেদের ফোন মারফৎ জানানো হয়,’সকালে বিদ্যালয়ের জন্য তাদের ছেলে বেরিয়ে আর আবাসনে ফেরেনি তিনজনই’ এই শুনেই কার্যত পরিবারের ওপর বাজ পরে।সেদিন রাতেই তিন কিশোরের পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে।শহরের রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড সর্বত্রই খোঁজ চালায় পরিবার সহ গ্রামবাসী।শুক্রবার রাতে মানিকচক থানায় তিন কিশোরের নিখোঁজের অভিযোগ জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিশোর রবিউল মিয়া’র বাবা বাটারণ মিয়া জানান,”একই এলাকায় তিন ছেলের বাড়ি।বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেল থেকে আমাদের জানায় তিন ছেলেই নাকি নিখোঁজ।তা শুনেই আমরা ছুটাছুটি শুরু করি।সর্বত্রই গ্রামবাসীদের নিয়ে খোঁজ চালায়,কিন্তু দুই দিন পার হয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি।এখন ছেলেরা কি অবস্থায় আছে তার দুশ্চিন্তায় রয়েছি আমরা।চাই আমাদের ছেলেরা ঠিক মতো বাড়ি ফিরে আসুক”।একই শুর নিখোঁজ কিশোর নূরকালাম মিয়া’র মা রাহেনা বিবির গলায়।ছেলেকে ফিরে পেতে পথের দিকে চেয়ে রয়েছে পরিবারের সদস্যরা।এদিকে গ্রামবাসীদের অনুমান,”তিন কিশোর কোনো মানব পাচারের হাতে নতুবা দুষ্কৃতীদের খপ্পরে পড়েছে।পাশেই নদীপারে ভিন রাজ্য,তাই তাদের এমন আশঙ্কাটাও বাড়ছে। গ্রামবাসীরাও চান,কোনো অঘটন ছাড়াই শিশুরা বাড়ি ফিরুক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঘটনা প্রসঙ্গে মানিকচক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিভূষণ পাঠক জানান,”বিষয়টি নিয়ে সমস্ত দিক দেখা হচ্ছে।দিন কয়েক ধরেই এই ছেলেরা হোষ্টেল থেকে বেরিয়ে যাবে বলছিল।সেই মতো হয়তো নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে।এর আগেই এই ছেলেরা হোষ্টেল থেকে চলে গেছিলো।আবার দিন কয়েক পরে ফিরেও এসে ছিলো”।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মানিকচক থানার পুলিশ জানিয়েছে,তিন শিশু নিখোঁজের অভিযোগ দায়ের করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।সাথে অন্যান্য থানার পুলিশের সাথে যোগাযোগ করে খোঁজ চলছে।এদিকে সন্তান ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছে তিন কিশোরের পরিবার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *