December 22, 2024

মিডডে মিল নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে আরও আগে আসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়

1 min read

মিডডে মিল নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে আরও আগে আসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়

 

মিডডে মিল নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে আরও আগে আসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।  বর্ধমান জেলা কার্যালয়ে দলীয় বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকারী স্কুলে মিডডে মিলের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেয়। সেই টাকা নয় ছয় হয়। ফলে মিডডে মিলের মান কমে যাচ্ছে। পড়ুয়ারা পুষ্টি কর খাবার থেকে বঞ্চিত। অস্বাস্থ্যকর পরিবেশে মিডডে মিল রান্না হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মারাও যাচ্ছে।

মিড ডে মিলের টাকা থেকে বগটুই কান্ডে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাজ্য সরকারী কর্মীদের ডিএ নিয়েও তিনি সরব হন।আগামী ২ ফেব্রুয়ারী বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর প্রশাসনিক সভা নিয়েও তিনি কটাক্ষ করেন। তৃণমূলের সঙ্গে মানুষ নেই তাই ধমকি, চমকি দিয়ে আশাকর্মী সহ সরকারি কর্মীদের সভায় আসতে বলা হচ্ছে। পাশাপাশি তিনি গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকলেও এখনো তার নির্দেশেই মাফিয়া রাজ চলছে। বালি, কয়লার পাশাপাশি জমি মাফিয়ারা এখনো বীরভূমে সক্রিয়। এর জবাব মানুষ আগামী নির্বাচনে দেবে বলে তিনি মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *