টোটো হরফ ও অক্ষর তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এবছর ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরষ্কারে মনোনীত
1 min readটোটো হরফ ও অক্ষর তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এবছর ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরষ্কারে মনোনীত
টোটো হরফ ও অক্ষর তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এবছর ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরষ্কারে মনোনীত করেছেন। টোটো সাহিত্যিক ধনিরাম টোটো। ধনীরাম টোটো একটি স্ব শাসিত পর্ষদের দাবী জানালেন টোটো জনজাতিদের জন্য।ভুটানের কোলে অবস্থিত ভারতের তাদিং পাহাড়। চারপাশ ঘন জঙ্গল এবং একের পর এক পাহাড়ি নদীতে ঘেরা। তারি মাঝে বসবাস পৃথিবীর ক্ষুদ্রতম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষদের। এই টোটো সম্প্রদায়ের অন্যতম বছর ৫৭র প্রবীণ ধনী রাম টোটো।
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মী। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লক থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত টোটোদের এই গ্রাম। সেই গ্রামে থেকেই তাঁর চিন্তা ভাবনার জন্য আজ গর্বিত সারা দেশ। যদি পৃথিবীর সব জনজাতির পৃথক অক্ষর ও ভাষা থাকতে পারে, টোটোরা কেনো বঞ্চিত হবে? এই ভাবনাকে কেন্দ্র করেই তিনি ৩৭ শব্দের টোটো অক্ষর রাশি তৈরি করেছেন।গোটা পৃথিবীকে চিনিয়েছিলেন নিজেদের অস্তিত্ব। সঙ্গে টোটো সাহিত্যে প্রচুর কবিতা, উপন্যাস ও রম্যরচনা সৃষ্টি করে টোটো সমাজে অন্য উপমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টোটো সম্প্রদায়ের এই মানুষটি।। নিজের ভাষাকে বাঁচিয়ে রাখতে তার অবিরাম লড়াই পদ্মশ্রী যেন তারই যোগ্য সন্মান।