পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার আমদাবাদে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী
1 min readপূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার আমদাবাদে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী
যারা সাদাখাতা দিয়ে চাকরি পেয়েছে আমি বলেছি টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদের চাকরি চলে যাচ্ছে তারা তাদের পরিবারকে দিয়ে নিয়ে কালীঘাটের দিকে মিছিল করে যাবে। এখনো পর্যন্ত চার হাজারের বেশি চাকরি গেছে যাদের সাদাকালো খাতা দিয়ে চাকরি পেয়েছে। এই নন্দীগ্রামে জাহাজ বাড়ির মালিকও চাকরি দিয়েছিল তার চাকরি গেছে। নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ একজনের চাকরি গেছে। এখানে চার পাঁচ জন আছে তৃণমূল করে লজ্জায় বেড়াতে পারছে না।
বাকি 30 – 40 হাজারে পৌঁছে যাবে আমার ধারণা হীরা তারা তাদের পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে কালীঘাটের দিকে যাবে চাকরিতে তারা ফেরত পাবে না আর যদি ফেরত পাব আমি চাইবো না চাকরি হোক মেধার ভিত্তিতে। আমি চাইবো টাকাগুলো যাতে ফেরত আসে সেই জন্য তারা কালী ঘাটের দিকে যাক কালীঘাটে দুটো বাড়িয়ে আছে যেখানে 75 পার্সেন্ট টাকা গেছে।