October 25, 2024

আদালতে চত্বরে ‘চোর, চোর’ স্লোগান, মানিক ভট্টাচার্যকে জুতো দেখিয়ে চলল বিক্ষোভ

1 min read

আদালতে চত্বরে ‘চোর, চোর’ স্লোগান, মানিক ভট্টাচার্যকে জুতো দেখিয়ে চলল বিক্ষোভ

সোমবার রাতেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠায় ইডি৷ গভীর রাত পর্যন্ত চলে জেরা, শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় ৷ আজ, মঙ্গলবার আদালত চত্বরে প্রবেশ করতেই মানিককে দেখে ‘চোর, চোর’ স্লোগান উঠল! এখানেই শেষ নয়, চলল জুতো দেখিয়ে বিক্ষোভ। মঙ্গলবার শারীরিক চিকিৎসার পরে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আদালত চত্বরে উপস্থিত জনতা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ যদিও ইডি-র দাবি, এই রক্ষাকবচ শুধুমাত্র সিবিআই মামলার ক্ষেত্রে প্রযোজ্য৷ ইডি-র গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই৷ যদিও মানিকের গ্রেফতারির বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷

অন্যদিকে, মানিকের ফোনে রহস্যময় RK-কে? এই উত্তর পেতে মরিয়া ইডি। সাঙ্কেতিক একটি নাম৷ আর সেই মোবাইল নম্বর থেকেই নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে তৈরি সংশোধিত তালিকা এসেছিল মানিক ভট্টাচার্যের কাছে৷ ইডি সূত্রে খবর, আরকে নামে এক ব্যক্তির কাছ থেকেই এই সংশোধিত তালিকা এসেছিল৷ এই ‘আরকে’ আসলে কে, সেটাই জানতে চান ইডি কর্তারা৷

 

যদিও এ বিষয়ে মানিক ভট্টাচার্য জিজ্ঞাসাবাদের সময় কোনও সদুত্তর দেননি বলেই দাবি ইডি কর্তাদের৷ ইডি সূত্রে পাওয়া তথ্য বলছে, টেট-এ বসা অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার জন্য সংশোধিত মেধা তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল মানিকের কাছে৷ ‘আরকে’ নামে ওই ব্যক্তির কাছ থেকেই মানিকের কাছে এসেছিল এই তালিকা৷ কারণ মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন৷ ইডি সূত্রের দাবি, ওই তালিকা পাঠিয়ে ‘আরকে’ নামে

 

 

ওই ব্যক্তি মানিককে জানান, অযোগ্য প্রার্থীদের এই তালিকা উপরমহল থেকে অনুমোদিত হয়ে এসেছে৷আরকে’ নামে এই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি কোন উপরমহলের থেকেই এই বেআইনি মেধা তালিকার অনুমোদন এসেছিল, সেই তথ্যও পেতে চান ইডি কর্তারা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের আরও দাবি, এই বেআইনি তালিকা মানিক ভট্টাচার্যের ফোন, গুগল ড্রাইভ চল বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসেও মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *