October 25, 2024

বলদের গুঁতোয় বৃদ্ধের মৃত্যু, ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের

1 min read

বলদের গুঁতোয় বৃদ্ধের মৃত্যু, ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের

 রায়গঞ্জ শহরে দুর্গাপুজোর কার্নিভালে বলদের গুঁতোয় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম সাধন কর্মকার (৬২)। তাঁর বাড়ি বন্দর এলাকায়। ভারত সেবক সমাজ ক্লাবের দুর্গোৎসব কমিটির সভাপতি পদে ছিলেন সাধনবাবু। বলদের গুঁতোয় তাঁর মৃত্যুর জন্য অনুশীলনী ক্লাব কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তাঁর মেয়ে জুলি কর্মকার। তিনি বলেছেন, ‘ক্লাব কর্তৃপক্ষ যদি কার্নিভালে বলদ নিয়ে না আসত তাহলে এই ঘটনা ঘটত না। প্রশাসন প্রশাসনের কাজ করেছে। এক্ষেত্রে দায়ী ক্লাব কর্তৃপক্ষই।

 

আমি রবিবার থানায় ওই ক্লাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তাদের শাস্তি চাই। এত লোকজনের মধ্যে গবাদি পশুরা থাকতে পারবে না, এটা জেনেও বলদ নিয়ে এসেছিল ওই ক্লাব কর্তৃপক্ষ। এদের কোনও ক্ষমা নেই।’ জুলি কর্মকার আরও বলেন, ‘শুনেছি দুই লক্ষ টাকা বিধায়ক পাঠিয়েছিলেন। কিন্তু আমরা তা নিইনি।’ তাঁর দাবি, গবাদি পশু নিয়ে র‍্যালি করার অনুমতি ক্লাবের ছিল না।যদিও অনুশীলনী ক্লাবের দাবি, তারা পুলিশের অনুমতি নিয়েছিল। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আশিস চৌধুরী বলেন, ‘আমরা পুলিশের অনুমতি নিয়েই কার্নিভালে অংশ নিয়েছিলাম। দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের দোষী সাব্যস্ত করছে। একজন ব্যক্তির প্রাণ চলে যাওয়া তো মেনে নেওয়া যায় না, সেকারণে অভিযোগ দায়ের করেছে। আমরা শীঘ্রই ওই পরিবারের সঙ্গে দেখা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা নতুন কিছু করতে চেয়েছিলাম। তাই বলদ নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেদিন অনেকেই সেগুলিকে লেজ ধরে উত্যক্ত করছিলেন। এছাড়া ডিজের আওয়াজ ও আলোর ঝলকানিতে বলদ ভয় পেয়ে গিয়েছিল। যে কারণে সেটি ছুটতে শুরু করে। যার ফলে এই দুর্ঘটনা। এতে আমরা শোকাহত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *