December 25, 2024

শিক্ষক দিবসে নীতি শিক্ষার ক্লাস নেওয়ার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী

1 min read

শিক্ষক দিবসে নীতি শিক্ষার ক্লাস নেওয়ার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী

চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করে কলেজে নীতিশিক্ষার ক্লাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের সিলেবাসে নীতি শিক্ষার পাঠ বাধ্যতামূলক করার জন্য সিলেবাস কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি।

সেজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন।এদিনের অনুষ্ঠানে লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়। পয়সা আজ আছে কাল নেই, ফুরিয়ে যাবে।’মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘শিক্ষাজগতের কাছে আজকের দিনে একটাই অনুরোধ করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করে উঠতে পারিনি। আমি শিক্ষকদের বলব একটা করে ক্লাস নিন নৈতিক চরিত্র গঠনের ওপরে। একটা সিলেবাস এর ওপরে থাকা উচিত’।মুখ্যমন্ত্রী বলেন, ‘বললেই তো আর চালু করা যায় না। সিলেবাস তৈরি করতে হবে। আর সিলেবাস তৈরি খুব কঠিন কাজ। এই কাজের ভার তাদেরই দেওয়া উচিত যারা সারাটা জীবন এই কাজের জন্য জীবন উৎসর্গ করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *