সুপ্রিম কোর্টের রায়ে অভিষেকের বিরুদ্ধে এখুনি কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি, রইলো না বিদেশ যাত্রাতেও বাধা
1 min readসুপ্রিম কোর্টের রায়ে অভিষেকের বিরুদ্ধে এখুনি কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি, রইলো না বিদেশ যাত্রাতেও বাধা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখুনি কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। এমনকী, চিকিৎসার জন্য বিদেশ যাত্রাতেও থাকবে না বাধা। সোমবার সুপ্রিম কোর্টের রায়ে রক্ষাকবচ বহাল থাকলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কয়লা পাচার মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। প্রথমে দিল্লিতে জেরা করার জন্য ডাকা হয়।
পরবর্তীকালে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। দীর্ঘ সময় জেরাও হয়েছে। প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, তাঁকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। এমনকী, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সরাসরি ফাঁসির মঞ্চে যাবেন বলেও জানান। তা নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি। ফের সেই মামলার শুনানি ছিল সোমবার। এদিনও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ইডি কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। এমনকী, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে হয়। তাতেও বাধা রইলো না আর।