December 10, 2024

দীর্ঘ বিরতির পর ফের তৃণমূল ভবনে মুকুল রায়, ছড়ালেন জল্পনা

1 min read

দীর্ঘ বিরতির পর ফের তৃণমূল ভবনে মুকুল রায়, ছড়ালেন জল্পনা

তিনি কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন? সোমবার ফের সেই জল্পনা উসকে দিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সোমবার দীর্ঘ বিরতির পর হঠাৎই তৃণমূল ভবনে পা রাখেন মুকুল রায়। তারপরই তাঁকে নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিকমহলে।এদিন দলের সদর দফতরে তাঁকে দেখে অনেকেই চমকে যান। তাঁদের সঙ্গে রসিকতার ঢঙে মুকুল বলেন, আমি এখনও মরে যাইনি। বেঁচে আছি। আর তারপরই প্রশ্ন উঠছে, ফের কি রাজনীতিতে সক্রিয় হবেন মুকুল রায়? তবে তা নিয়ে খোলসা করে কিছু বলতে চাননি তিনি। স্বভাবসুলভ কায়দায় এড়িয়ে গিয়েছেন প্রশ্ন।এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে জেরে রাজনৈতিক ফায়দা অন্য কেউ তুলতে পারবে না।

 

দল সবুজ সংকেত দিলেই তিনি প্রচারে নেমে পড়তে প্রস্তুত বলেও জানিয়ে দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। এর আগে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়া নিয়ে ব্যাপক টানাপোড়েন চলেছিল মুকুলকে নিয়ে। তাঁকে বিজেপির বিধায়ক দেখিয়ে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু বিজেপি পরিষদীয় দল দাবি করে মুকুল তৃণমূলে যোগ দিয়েছেন। তাই তিনি পিএসসির চেয়ারম্যান পদে থাকতে পারেন না।স্পিকার মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে ঘোষণা করলেও, তিনি নিজেকে তৃণমূল শিবিরের বলেই দাবি করেন। এভাবে ক’দিন টানাপোড়েন চলার পর অবশেষে তিনি নিজেই ওই পদে ইস্তফা দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। কিন্তু জেতার মাসখানেকের মধ্যেই ১১ জুন তৃণমূল ভবনে ঘর ওয়াপসি হয় মুকুল রায়ের। আর তারপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আসরে নামে গেরুয়া শিবির। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে গত কয়েক মাস সক্রিয় রাজনীতির ময়দানে দেখা যায়নি অসুস্থ মুকুলকে। কিন্তু সোমবারের পর তাঁকে নিয়ে জল্পনা ছড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *