শিক্ষক দিবসের দিন ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা।
1 min readশিক্ষক দিবসের দিন ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা।
রাকেশ রায় ঃ– শিক্ষক দিবসের দিন ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। শিক্ষক দিবস পালন করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাঁটা পরে মৃত্যু হলো দুই ছাত্রীর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙি রেল স্টেশনের সংলগ্ন বামগছ এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই পড়ুয়া একই পরিবারের দুই বোন। নাম আসিফা খাতুন ও নূরাশা খাতুন। তাঁদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।
তারা দুজনেই মহম্মদ বক্স হাইস্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ছিলেন। রেল পুলিশ সূত্রে জানা যায় এই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেন লাইন পারাপরের সময় দুই বোনের মৃত্যু হয়। ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় এই দূর্ঘটনাটি ঘটে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজিপির রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।