ফের কোটি টাকার চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত রায়গঞ্জে
1 min readফের কোটি টাকার চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত রায়গঞ্জে
প্রায় কোটি টাকার চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল রায়গঞ্জ বনবিভাগ। দু’টি কন্টেনার করে কাঠগুলো শিলিগুড়ির দিক থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। তার আগেই দু’টি কন্টেনার সহ কাঠ আটক করেন বনকর্মীরা। রায়গঞ্জ (Raiganj) বনবিভাগের সহকারি বনাধিকারিক সৌগত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১২ নম্বর জাতীয় সড়কে কাঠবোঝাই দু’টি কন্টেনার আটক করা হয়েছে। একটি কন্টেনার থেকে ৯৫টি এবং অন্যটি থেকে ৫৯টি সেগুন কাঠের লগ বাজেয়াপ্ত করা হয়।
প্রায় এক কোটি টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।গত জুলাইয়ে ইটাহার থেকে প্রায় কোটি টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছিল বনবিভাগ। তার কয়েক দিনের মধ্যে রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় কন্টেনার সহ চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করেন বনকর্মীরা। মাস খানেক যেতে না যেতেই আবার বিপুল পরিমাণ চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হল। যদিও এবার কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোথা থেকে কোটি কোটি টাকার সেগুন কাঠ আসছে, তা খতিয়ে দেখছে বন দপ্তর।