December 21, 2024

উত্তর দিনাজপুর প্রেস ক্লাব থেকে বর্ষিয়ান সাংবাদিক তথা আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তীকে দেওয়া হল লাইলাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড

1 min read

উত্তর দিনাজপুর প্রেস ক্লাব থেকে বর্ষিয়ান সাংবাদিক তথা আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তীকে দেওয়া হল লাইলাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড

শুভ আচার্য,কালিয়াগঞ্জ২১আগস্ট: রবিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৪তম বর্ষের দ্বিবার্ষিক সন্মেলনে জেলার বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী ও রাধিকা রঞ্জন দেবভূতি সহ ৯ জন বর্ষিয়ান সাংবাদিকদের সাংবাদিকতার ক্ষেত্রে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তীকে সম্বর্ধনা দেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল এবং রধিকারঞ্জন দেবভূতিকে সম্বর্ধনা দেন করণ দীঘির বিধায়ক গৌতম পাল।উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জ।

 

পৌর সভার পৌর প্রসাশক সন্দীপ বিশ্বাস,উপ পৌর প্রসাশকঅরিন্দম সরকার,উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার,প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। জানা যায় উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লক থেকে মোট ৯৪ জন সাংবাদিক উপস্থিত হন। আগামী দুই বছরের অমিত সরকারকে সভাপতি এবং অলিপ মিত্রকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩৩ জনের একটি শক্তিশালী কার্যকরী কমিটির গঠন করা হয়।সন্মেলনে উপস্থিত প্রত্যেক সাংবাদিকদের সুদৃশ্য একটি করে মোমেন্ট উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *