বগটুই কাণ্ডে গ্রেফতার আরও ৭! বীরভূম জুড়ে তুমুল ধরপাকড়ে সিবিআই
1 min readবগটুই কাণ্ডে গ্রেফতার আরও ৭! বীরভূম জুড়ে তুমুল ধরপাকড়ে সিবিআই
বীরভূমের বগটুই কাণ্ডে সাতজনকে গ্রেফতার করল সিবিআই। আজ ধৃত্দের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নাম নুর আলি সেখ, শের আলি সেখ, বিকির আলি সেখ, আসিফ সেখ, জসিফ সেখ, সাইদুল সেখ, জামিনুল সেখ। ২১ মার্চ বগটুই কাণ্ডের পর তদন্তে নামে সিবিআই।
তদন্তে ধৃতদের যোগ থাকার সূত্র খুঁজে পায় সিবিআই ।গতকাল বিভিন্ন জায়গা থেকে তল্লাশি অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করে সিবিআই।গরু পাচার, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ একাধিক মামলার তদন্তে বীরভূম কার্যত চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বোলপুর-সহ আশেপাশের এলাকায় দিনভর তল্লাশি চলছে মঙ্গলবার। জমি রেজিস্ট্রি অফিস-সহ একাধিক জায়গায় ঢুকে নথিপত্র পরীক্ষা করছেন সিবিআই অফিসাররা। এবার তাঁদের কাজে জুড়ল বগটুইয়ের অগ্নিকাণ্ডও। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে মঙ্গলবার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বগটুই গ্রাম থেকে। এদের আজ বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।বগটুই অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে এই গ্রেফতারি নিয়ে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, ধৃতরা সকলে বগটুই গ্রামের বাসিন্দা এবং নিহত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের ঘনিষ্ঠ। ধৃতদের মধ্যে পাঁচজনের নাম – নূর আলি শেখ, শের আলি শেখ, আশিস শেখ, জসিফ শেখ, খায়রুল শেখ। সিবিআই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এরা সকলেই ঘটনার দিন অগ্নিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তবে গোটা বিষয়টি বিশদে জানার জন্য তাদের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। আদালতে পেশ করে সেই আবেদনই জানায় তদন্তকারীরা।
Simplify website server management cialis with dapoxetine
order priligy online uk With Cialis, you take it like an allergy medication when you brush your teeth in the morning
cialis 20mg for sale Si ГЁ da poco concluso il Wizards Presents del 18 agosto, annunciato in pompa magna su tutti i canali della Wizards of the Coast, e c ГЁ stata davvero una pioggia di novitГ , soprattutto per Magic The Gathering
cialis price Have you or someone you know thought about buying prescription medicine online
clomid vs femara i get headaches to0 hey but guess wat the best way to treat is go for a walk n it has helped me so0o much.
nolvadex buy
Смотреть онлайн сериалы