October 12, 2024

৭৬বছরের আজাদি কি অমৃত মহোৎসবের পরেও দেশের ৬৫ লক্ষ্ বেসরকারি ই পি এফ পেনশন হোল্ডারদের দাসত্ব প্রথায় আজও বন্দি?

1 min read

৭৬বছরের আজাদি কি অমৃত মহোৎসবের পরেও দেশের ৬৫ লক্ষ্ বেসরকারি ই পি এফ পেনশন হোল্ডারদের দাসত্ব প্রথায় আজও বন্দি?

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৩আগস্ট: মোদি সরকার নাকি সবার সাথে সবার বিকাশের সাথে আছেন। অথচ সাধারণ মানুষ এখনো জানেনা বর্তমান মোদি সরকার ভারত বর্ষের ৬৫ লক্ষ বেসরকারি সংস্থার অবসর প্রাপ্ত কর্মচারীদের বর্তমান যুগেও দাসত্ব প্রথার অধীনে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে। দেশের মানুষের কাছে বর্তমান বিজেপি সরকারের প্রধান মন্ত্রী বলে থাকেন দেশের সব শ্রেণীর মানুষ তাদের বিজেপি সরকারের কাছ থেকে ন্যায় বিচার পেয়ে থাকেন। এই কি মোদি সরকারের ন্যায়বিচারের লক্ষণ? সাধারন মানুষ শুনলে অবাক হবেন।সংবিধান বিপন্ন বলে তোপ দেগেছেন বিজেপি সাংসদ তথা কিংবদ্তী অভিনেত্রী হেমা মালিনী।

 

তিনি প্রধান মন্ত্রী মোদিকে মনে করিয়ে দিয়ে বলেছেন আপনি দেখুন ভারতীয় সংবিধানের ২১নম্বর ধারাটি। যে কোন ভারতীয় নাগরিকদের সসম্মানে বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা দিয়েছে এই সংবিধান। কিন্তূ আপনার সরকারের শ্রম দপ্তর ভারতবর্ষের বিভিন্ন বেসরকারি এবং সরকার আন্ডারটেকিং সংস্কার সন্মানীয় কর্মীদের দাসত্ব প্রথার বেড়াজালে বেধে রেখে চরম অন্যায় করা হচ্ছে।ই পি এফ্ এর অবসর প্রাপ্ত কর্মী বলেন যে সমস্ত বেসরকারি বা সরকারের আন্ডার টেকিং সংস্থার কর্মীরা প্রতিমাসে তাদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিত সেই অর্থ ভারত সরকার কোথায় রেখেছে? তারা মাসিক মাত্র সর্বোচ্চ আড়াই হাজার টাকা পেনশন পায়?এর পরেও দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে আপনার কোন দায় দায়িত্ব নেই এই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে? ই পি এফ্ কর্মচারীদের বক্তব্য একজন বিধায়ক মাত্র পাঁচ বছরের জন্য জয়ী হলেই তারা মোটা অঙ্কের পেনশন পেয়ে থাকেন।শুধু তাই নয় যতবার সেই বিধায়ক হবে অথবা সাংসদ হবেন ততবার আলাদা আলাদা ভাবে পেনশন পেয়ে থাকে। অথচ বেসরকারি সংস্থার কর্মীরা এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ ৩০ বছর কেউ ৩৩ বছর দেশের উন্নয়নে কাজ করে অবসর গ্রহণের পর বর্তমান যুগে মাত্র ২৫০০টাকা? এ দেশের বেসরকারি প্রতি্ঠানের অবসর প্রাপ্ত কর্মীরা দেশের উন্নয়নে কি তারা শ্রম দান করেন নি? কোন সভ্য দেশের কর্মীরা অবসর গ্রহনের পর এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পেনশন পায়? এর পরেও এদেশের বিজেপি সরকার ভারতবর্ষ নিয়ে অহংকার করে?হ্যাঁ অহংকার করে ভারতবর্ষের বিজেপি শাসিত মোদি সরকার।পেনশন সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে ন্যাশনাল আজিটেশন কমিটির সম্পাদক কমান্ড্যান্ট অশোক রাউত মথুরার সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনিকে সঙ্গে নিয়ে প্রধান মন্ত্রীর সাথে দেখা করেন।প্রধান মন্ত্রী আশ্বাস দিয়েও কোন কাজের কাজ হয়নি। পরবর্তীতে শ্রম মন্ত্রীর সাথে বেশ কয়েকবার দরবার করেছেন সম্পাদক অশোক রাউত।বার বার দাবি করা হয়েছে ৭৫০০+ মাঙাই ভাতা,প্রতি মাসে পেনশন দিতে হবে।সঙ্গে দেওয়া হক চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা। ন্যাশনাল এজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেছেন মথুরার সাংসদ দীর্ঘদিন ধরেই ই পি এফ্ ৯৫ কর্মীদের আন্দোলনের পাশে থেকে আমাদের সাহায্য করে যাচ্ছেন। জানা যায় ই পি এফ্ কর্মীদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে শোনা যাচ্ছে সারা দেশের ৬৫লক্ষ্ অবসর প্রাপ্ত কর্মচারীদের চাপে পড়ে দেশের শ্রম মন্ত্রী বিভিন্ন রাজ্যের শ্রম মন্ত্রীদের নিয়ে একটি আলোচনায় বসতে চলেছে। আগামী ২৫ ও ২৬আগস্ট অন্ধ্র প্রদেশের তিরুপতিতে।অনেকেই পূজার আগে একটা কিছু ফয়সালা হবে বলে আশা নিয়ে বসে আছে লক্ষ l লক্ষ্য বেসরকারি অবসর প্রাপ্ত দাসত্ব প্রথার বাঁধনে থেকেও আশা করছে কিছু একটা হোক।সন্মান নিয়ে যাতে বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা বুক বেঁধে আশা নিয়ে অপেক্ষা করছে বলে জানা যায়।বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি তাদের দাসত্ব প্রথা থেকে ভারত সরকার মুক্তি দিক।একই কাজে একই রকম পেনশন দেওয়া হোক।বিজেপি সরকার দাসত্ব প্রথা সরিয়ে সমস্ত কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে সমতা আনা হোক।তবেই বিজেপি সরকারের সেই স্লোগান সব কা সাথ সব বিকাশের স্লোগানের স্বার্থকতা তখনই স্বার্থক হবে বলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *