October 26, 2024

কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সেবা সমিতিতে শিকাগো দিবস স্মরণ অনুষ্ঠান

1 min read

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে রামকৃষ্ণ সেবাশ্রমে সিকাগোয় বিশ্বধর্ম সম্মেলন স্বামী বিবেকান ন্দের বক্তৃতার ১২৫তম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বীর সন্ন্যাসী বিবেকানন্দ ১২৫বছর পূর্বে১১ই সেপ্টেম্বর১৮৯৩ সালে শিকাগো বিশ্ব ধর্ম মহা সম্মেলনে উদাত্ত কন্ঠে সেদিন সরদল ভারতবর্ষের সনতন ধর্মের মহান আদর্শ বিশ্ব মানবের কাছে তুলে ধরেছিলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সমগ্র বিশ্ব সেদিন তার অগ্নিবানীতে সস্রধ্য প্ৰনতি জানিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছিলেন।সেই মহা-মহেন্দ্রক্ষণ স্মরণে মঙ্গলবার ১১ই সেপ্টেম্বর বেলা ৩-৩০ মিনিটে রামকৃষ্ণ সেবা শ্রমের  মায়েরা মঙ্গল শঙ্খ বাজিয়ে ভারত মাতার জয়ধ্বনি দিয়ে স্বামীজীর মহান কীর্তিকে সন্মান জানান।অনুষ্ঠানে স্বামীজীর শিকাগোর বক্তৃতা পাঠ কর শোনান স্বপন কুমার দাস।স্বামী বিবেকানন্দের বর্ণময় জীবন সম্পর্কে আলোচনা করেন তপন সাহা ও সুধিবর্ত ঘোষ।অনুষ্ঠানে ব্যাপক মানুষের সমাগম হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *