October 25, 2024

জাগরী নাট্য উৎসবে বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাট্ক প্রতিযোগিতায় প্রথম রামকৃষ্ণ বিদ্যাভবন

1 min read
তপন চক্রবর্তী–সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানমাঞ্চে জাগরী নাট্য সংস্থা আয়োজিত  অনুষ্ঠিত হল বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা।একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের অভিজিৎ দত্ত,মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস,রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীল মাধ্ব নন্দী,রায়গঞ্জ রোটারি ক্লাবের সম্পাদিকা সঞ্চিতা ভট্টাচার্য্য,পার্থ প্রতিম ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
 জাগরী নাট্য উৎসবের বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট ৭টি নাটক  বিভিন্ন বিষয় বস্তুকে কেন্দ্র করে মঞ্চস্থ হয়।মঞ্চস্থ হওয়া নাটকগুলি হল তাহেরপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মঞ্চস্থ করে  ঝালাপালা।মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঞ্চস্থ করে গাছ আমাদের  বন্ধু।রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মঞ্চস্থ  করে মরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

টেন প্লাস টু গার্লস স্কুলের ছাত্র ছাত্রীরা গোধূলি লগ্ন নামক নাটক মঞ্চস্থ করে,সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মঞ্চস্থ করে খ্যাতির বিড়ম্বনা ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সার্ভিস হোল্ডার নামক নাটক মঞ্চস্থ করে।প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই চেষ্টা করে কে কতটা ভালো নাটক মঞ্চস্থ করে উপস্থিত দর্শকদের আকৃষ্ট করতে পারে।মঞ্চস্থ হওয়া প্রতিটি নাটকেরই সামাজিক বার্তাগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।জানা যায় জাগরী নাট্য উৎসবের বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রামকৃষ্ণ বিদ্যাভবনের নাটক মরা।দ্বিতীয় স্থান দখল করে বেসরকারি বিদ্যালয়ের মঞ্চস্থ নাটক–সার্ভিস হোল্ডার এবং তৃতীয় স্থান দখল করে সুদর্শনপুর দ্বারিক উচ্চ বিদ্যালয়ের নাটক–খ্যাতির বিড়ম্বনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *