October 25, 2024

কালিয়াগঞ্জ শেঠকলোনি সার্বজনীন সাতশতাধিক দুস্থ পরিবার দের মুখে হাসি ফোটাল-

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রবিবার মহা পঞ্চমীর সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শেঠ কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এলাকার সাতশতাধিক দুস্থ পরিবারদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে পূজার মুখে সবার মুখেই হাসি ফোটানোর ব্যবস্থা করায় সবাই আগমনীর আনন্দে গা ভাসিয়ে দিল।
রবিবার সন্ধ্যার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ-সভাপতি তপন দেবসিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়,বিশিষ্ট সমাজসেবী তথা উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ, বিশিষ্ট তৃণমূল নেতা কমল ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা
।অসীম ঘোষ বলেন শেঠকলোনি সার্বজনীন পূজা কমিটি এই পূজা কমিটির একসময়কার উৎসাহী সদস্যদের যে ভাবে সন্মান জানালো তা এক কথায় অভাবনীয়।
  পরবর্তীতে অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিগণ প্রত্যেকেই দুস্থ ব্যক্তিদের হাতে নুতন বস্ত্র তুলে  দিলে এলাকার দুস্থ ব্যক্তিরা প্রচন্ড খুশি হয়।

শেঠকলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্নধার তথা কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক পাল এক সাক্ষাৎকারে বলেন দুর্গাপূজা সার্বজনীন,
তাই সমাজের সবাই মিলে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে পারি সবার মুখে হাসি ফোটাতে পারি তার জন্যই আমরা সাধ্যমত এলাকার মানুষদের হাতে নুতন বস্ত্র তুলে দিয়েছি।
সবাই আনন্দ উপভোগ করতে পারলেইতো আমাদের পূজার আয়োজন সার্থক রূপ পাবে।এই অনুষ্ঠানকে দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় জমে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মহা পঞ্চমীর সন্ধ্যা থেকেই শেঠ কলোনির সার্বজনীন পূজা প্রাঙ্গনে মানুষের ঢল নামতে শুরু করে দিয়েছে। এবারের শেঠকলোনি সার্বজনীন দুর্গাপূজায় মাকে দেখা যাবে দুই রূপে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *