October 28, 2024

কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনে নযা কৃষি বিল প্রত্যাহার করায় কালিয়াগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল

1 min read

কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনে নযা কৃষি বিল প্রত্যাহার করায় কালিয়াগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০নভেম্বর:মঙ্গলবার বিকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের আন্দোলনের ফলে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবার জয়ের আনন্দে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিজয় মিছিল শহর পরিক্রমা করে। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিজয় মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের বিধায়ক সৌমেন রায়। মিছিলটি কালিয়াগঞ্জ শহর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন বর্তমান বিজেপি সরকার দেশের কৃষকদের ভাতে মেরে জোর করে দেশের কৃষকদের ঘাড়ে কালা কৃষি আইন চাপিয়ে দিয়েছিল।কিন্তু সারা ভারত বর্ষের কৃষকরা ১৫ মাস লাগাতার ধর্মঘট চালিয়ে আসছিল।

কিন্তু অবশেষে কৃষকদের কাছে ক্ষমা চেয়ে কালা কৃষি আইন প্রত্যাহার করে নেয়। কৃষকদের প্ৰতি শ্রদ্ধা ও তাদের আন্দোলকে কুর্ণিশ জানাতেই আমাদের আজকের এই মিছিল।সৌমেন বাবু বলেন ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করবার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে চলেছে।মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *