October 28, 2024

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পূজার মধ্যেই ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে পথনাটি

1 min read

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পূজার মধ্যেই ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে পথনাটি

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ:সম্পূর্ণ অভিনব উদ্যোগ । যে কোন অন্দোলনের সাথে সাংস্কৃতিক যোগাযোগ চিরন্তন। সাধারন মানুষের কাছে পৌঁছানোর জন্যে , বেসরকারিকরণের ফলে মানুষের দূর্দশার কথা, দেশের উন্নয়নের ব্যাঘাত, আগামী দিনে বিশাল কর্ম সংস্থানের জায়গা রুদ্ধ হয়ে যাবে, মানুষের কষ্টার্জিত সঞ্চিত অর্থ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কায়, আজকের এই পথ নাটিকা।ষষ্ঠীর দিন সবাই যেখানে আনন্দে মাতোয়ারা, চারদিনের অখণ্ড ছুটিকে উপভোগ করার পরিকল্পনা করছেন । তখন উত্তরবঙ্গের SBIOA এর কমরেডরা সম্পূর্ণ অন্য চিন্তা করে, সারাদিন ধরে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে জন সচেতনতা আনবার জন্যে বিভিন্ন পরিকল্পনা মাফিক কাজ সুচারুরূপে সম্পন্ন করল l

 

রায়গঞ্জ থেকে কালীগঞ্জের বিস্তৃত এলাকাজুড়ে এই কাজে ব্রতী ছিল।শুরু হয় কালিয়াগঞ্জ থেকে, এখানেকার জনবহুল হাট ধনকোয়েল থেকে শুরু হয় l প্রথমে হাট পরিক্রমা, শ্লোগান, ফেসবুক লাইক, সহি সংগ্ৰহ ও সবশেষে পথ নাটিকার মাধ্যমে বেসরকারিকরণের বিরুদ্ধে জোরদার প্রচার শুরু হয় l এরপর মদনপুর, হেমতাবাদ হয়ে শিলিগুড়ি মোর বাস স্ট্যান্ডে প্রেস ও মিডিয়ার সামনে বেসরকারিকরণের বিরুদ্ধে বক্তব্য রাখা হয় l একই সঙ্গে পূর্ববর্তী কর্মসূচী সমানভাবে পালিত হয় l অর্থনৈতিক সৈনিক হিসাবে সকাল 8.30 থেকে বিকাল 5.30 পর্যন্ত পূর্ণ উদ্যমে এই প্রচার জনমানসে পূর্ণ মাত্রায় কিছুটা হলেও প্রভাব ফেলতে সক্ষম হবে lদ্বিতীয় দিন অর্থাৎ সপ্তমীর দিনও তারা এই প্রচার চালায় l পূজা মণ্ডপগুলির সহায়তায় এই প্রচার জোরদার চলে l এই দিনের প্রচার চলে সাহেবঘাটা অঞ্চলে l দুইদিন ব্যাপী প্রচারে বর্তমান ও প্রাক্তন উভয়ের অসাধারণ প্রচেষ্টা,যা দৃষ্টান্ত মূলক l কুর্নিশ জানাতে হয় প্রাক্তন CRS উৎপল দত্ত (শিলিগুড়ি মড্যুলকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ), অপূর্ব কুমার মন্ডল (সদ্য প্রাক্তন AGS, শিলিগুড়ি ), স্বপন ঘোষ, প্রদ্যুৎ সরকার , সত্যজিৎ,উত্তম পাল চৌধুরী ও বর্তমান প্রজন্মের মিঠুন দত্ত (Asst সেক্রেটারি ), সিদ্ধার্থ শঙ্কর বোস(কেন্দ্রীয় কমিটির সদস্য ), অন্যান্য কমরেডরা lএই প্রচারে এলাকার অধিবাসীদের সক্রিয় সহযোগিতা ও স্থানীয় পূজা মণ্ডপগুলির সহযোগিতাও উল্লেখ যোগ্য l আর স্থানীয় বিধাননগর পূজা মণ্ডপ সাহায্য করে ও তাদের মাইককে এই প্রচারের জন্যে ব্যবহার করতে দেয় l

2 thoughts on “উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পূজার মধ্যেই ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে পথনাটি

  1. In Globocnik s plans these should not be transferred but remain in Warsaw for the time being so that they would be captured in the last final cleansing of the Warsaw Ghetto and transported off to Treblinka generic cialis online europe Thanks to generic, men have an opportunity to purchase Cialis and Viagra at a bargain price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *