October 25, 2024

বাজিবাজার চালু হচ্ছে রায়গঞ্জ করোনেশন স্কুল সংলগ্ন ময়দানে

1 min read

আজ থেকে বাজিবাজার
চালু হচ্ছে
রায়গঞ্জ করোনেশন স্কুল সংলগ্ন ময়দানে ।এই বাজিবাজার খোলা হচ্ছে  তৃণমূল কংগ্রেস
পরিচালিত রায়গঞ্জ পুরসভার উদ্যোগে । বাজিবাজারটি চলবে
আগামী ৭ নভেম্বর পর্যন্ত ।মোট ৫৬টি স্টল থাকছে এবারের বাজি
বাজারে । কোনও
 অর্থ নিচ্ছে না পুরসভা এই স্টল দেওয়ার জন্য ব্যবসায়ীদের
কাছ থেকে । আগে রায়গঞ্জ পুরসভা এলাকার সমস্ত বাজারে কালীপুজো


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ও দেওয়ালি উপলক্ষে
বাজির দোকান বসানো হতো। গত কয়েক বছর আগে পুরসভায় প্রশাসক থাকাকালীন সময়ে দোকান
থেকে বাজি বিক্রি নিষিদ্ধ করা হয়। গতবছর রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে বাজিবাজার চালু
করা হয়েছিল। কিন্তু সেটি শহরের একটি প্রান্তে হওয়ায় অনেকেই সমস্যার মধ্যে পড়েন।
সেকারণে এবার পুরসভা শহরের মধ্যবর্তী অংশে অবস্থিত করোনেশন হাইস্কুলে ওই
বাজিবাজারটিকে নিয়ে এসেছে। শহরের মাঝে বাজিবাজার করার কারণে পুরসভার পক্ষ থেকে
অগ্নিনির্বাপণের ব্যাপক প্রস্তুতিও রাখা হচ্ছে। বাজারের ভিতরে জল, বালি, সিসিটিভি
ক্যামেরা
, বিশেষ প্রহরার
ব্যবস্থাও থাকছে।
 রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান
তৃণমূল কংগ্রেসের সন্দীপ বিশ্বাস বলেন
,
শহরবাসীর সুবিধার কথা মাথায় রেখে আমরা
রায়গঞ্জ স্টেডিয়াম থেকে বাজিবাজারকে শহরের মধ্যস্থলে করোনেশন স্কুল সংলগ্ন মাঠে
নিয়ে এসেছি। এতে ক্রেতাদের সুবিধা হবে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *