October 25, 2024

আমার আমলে উন্নয়ন বলতে কালিয়াগঞ্জ এ কিছুই হয়নি । যা উন্নয়ন হচ্ছে এখন হচ্ছে বললেন প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ-  আমার  আমলে উন্নয়ন বলতে কালিয়াগঞ্জ কিছুই হয়নি যা উন্নয়ন হচ্ছে এখন হচ্ছে আজ নিজের ব্যর্থতাকে এই ভাবে  দায়ী করে প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার এক একান্ত সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পৌরসভার সামনে দাঁড়িয়ে একথা বললেন তিনি বলেন বিগত দিনে  নানা কারনে কংগ্রেস পরিচালিত  কালিয়াগঞ্জ  পৌরসভার মাধ্যমে   উন্নয়ন না হলেও এখন যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার মাধ্যমে উন্নয়ন হচ্ছে তাতে তিনি ভীষণ খুশি তাই পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজে থেকেই সহযোগিতার হাত  বাড়িয়ে দিচ্ছেন 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রাক্তন পৌরপতি অরুণ বাবু আরো জানান উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়ন দরকার আছে কালিয়াগঞ্জ শহরে তাই কালিয়াগঞ্জ পৌরসভা যেভাবে পৌর উৎসবের মাধ্যমে যেভাবে কালিয়াগঞ্জ কৃষ্টি সংস্কৃতির ধারাকে বজায় রেখে নতুন নতুন প্রতিভা খুঁজে বের করছে তা প্রশংসাযোগ্য তিনি আরও  বলেন এমনটাই হওয়া উচিত ছিল এমন ভাবে চলতে থাকে তিনি আগামী দিনে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তবে অরুণ বাবু এদিন বর্তমান পৌরপতি কাতিক চন্দ্র পালকে একটু খোঁচা 
দিতে ছাড়েননি তিনি বলেন তার সময় যখন একবার পৌর উৎসব হয়েছিল তখন সেই উৎসব হয়েছিল সরকার বরাদ্দকৃত টাকায় কিন্তু এখন এই উৎসব হচ্ছে কোন  টাকায় হছে  তা এখণ অবধি 
জানেন  তিনি।
তবে যেখান থেকেই  হোক না কেন উৎসব মানুষকে প্রাণবন্ত করে তোলে যা বর্তমান পৌর বোর্ড করে দেখালো


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *