October 25, 2024

পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকে খারাপ ফল হওয়ার জন্য কি কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা পেলেন না কর্মাধ্যক্ষের পদ ?

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকে খারাপ ফল হওয়ার জন্য দায়ী কালিয়াগঞ্জ ব্লক নেতৃত্ব যার ফল এবার হাতেনাতে পেল স্বয়ং ব্লক তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধি মোহন দেব শর্মা জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হলেও পেলেন না কোন কর্মাধ্যক্ষের পদ ফলে এবারের মত হতাশ হয়ে তাকে থাকতে হল রাজনীতির অভিজ্ঞ মহলের ধারণা পঞ্চায়েতের খারাপ ফলের জন্য 
এবার দধি বাবুকে দেওয়া হলো না কোন কর্মাধ্যক্ষের পদ যদিও দলীয় নেতৃত্বের দাবি এমন কোনো ব্যাপার নয় দল যাকে মনে করবে তাকেই সেই আসনে বসাবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এখানে ব্যক্তিগত কারো ইচ্ছা অনিচ্ছার দাম নেই এদিকে গোপন সূত্রে জানা যায় দল কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধি মোহন দেব শর্মা কে দিয়েই কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের  ভুল ভ্রান্তি শুধরে দলের হাল ফেরাতে চায় যদিও সময়ই আগামী দিনে বলবে দধি মোহন দেব শর্মার নেতৃত্বে 
দলের কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের হারানো বাগানকতটা ফিরে পাবে দল এদিকে  এখনো অনেক কালিয়াগঞ্জ ব্লকের নেতারা আছেন যারা  দধি বাবু নেতৃত্ব মানতে নারাজ ব্লকের কয়েকজন নেতা কর্মীরা যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের দাবি দধি বাবুর নেতৃত্বে যদি কালিয়াগঞ্জ ব্লকে সংগঠন চলতে থাকে এমন করে তাহলে অচিরেই কালিয়াগঞ্জ ব্লক থেকে তৃণমূল নামক দলটাই একদিন উঠে যাবে কারণ দধি বাবু এখন শুধু দলের থেকে নিজেকে নিয়েই বেশি ভাবেন তাই ব্লকের দলীয় সংগঠন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ব্যাপারে জেলা রাজ্য নেতৃত্তের ভাবা উচিত যদিও কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দধি বাবু তাদের বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, যেটা তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আর যারা যারা এমন কথা বলছেন আজ তাদের পায়ের তলায় মাটি নেই যার ফলে এমন সব মন্তব্য করছেন
তারা তিনি বলেন দলের  কাজে সব সময় তিনি মন দেন,  ব্যক্তিগত অনেক কাজ বাদ দিয়েও তাই তার বক্তব্য, কুচ তো লোগ কাহেঙ্গে লোগো কা কাম হ্যাঁয় কেহেনা ছোড়ো বেকার কি বাতো মে , কেহি  বিত না  যায়ে
রেয়না।
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *