October 24, 2024

কালিয়াগঞ্জ কলেজে দর্শন শাস্ত্রের উপর একদিনের সেমিনার-বিষয়–আধুনিক দৃষ্টিকোণ থেকে দর্শন বহুমাত্রিক অন্বেষণ

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্নজয়ন্তী উৎসবের অঙ্গ হিসাবে মঙ্গলবার কলেজের দর্শন বিভাগের উদ্যোগে ও কালিয়াগঞ্জ কলেজের আই কিউ এ সির সহযোগীতায় বিশ্ব দর্শন দিবসকে শ্রদ্ধা জানিয়ে একদিনের কলেজ লেবেলের একটি সেমিনারের আয়োজন করা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  হয় কলেজের রবীন্দ্র ভবন অডিটরিয়ামে।এদিন একদিনের দর্শন শাস্ত্রের উপর সেমিনারের সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেকালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস।স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ কলেজে অনুষ্ঠিত সেমিনারের যুগ্ম আহ্বায়ক তথা কালিয়াগঞ্জ কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপিকা সোনালী চক্রবর্তী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেমিনারের মূল বিষয় ছিল আধুনিক দৃষ্টিকোণ থেকে দর্শন বহুমাত্রিক অন্বেষণ।মূল বক্তা ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত দর্শনের অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু।ডঃ মমতা কুন্ডু আধুনিক দৃষ্টি কোন থেকে দর্শন বহুমাত্রিক অন্বেষণ বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজ্ঞানের সাথে পাল্লা দিয়ে দর্শন যেমন  চলছে তেমনিভাবেই  চলবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অনেকে প্রশ্ন করতে পারে এটা কি সম্ভব ?উত্তর নিশ্চয় সম্ভব।বিজ্ঞানের যেমন প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে আধুনিক দৃষ্টিকোন থেকে দর্শন শাস্ত্রেরও তেমনি  সবসময় নুতন নুতন  ভাবনার অন্বেষণ চলছে একবিংশ শতাব্দীতে যার গুরুত্ব অপরিসীম।বক্তব্য রাখেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ ঝরেশ্বর ঘোষ,গৌরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক শ্রী মৃণাল চন্দ্র দাস, কুশমন্ডি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক গৌরাঙ্গ বিশ্বাস ও আই কিউ এ সির সমন্বয়কারী ডঃ দেবাশিস ভৌমিক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কালিয়াগঞ্জ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্রী রাম কানাই সিংহ।সেমিনারে বিভিন্ন কলেজ থেকে অধ্যাপক,ছাত্র ছাত্রী ও কিছু গবেষকরাও অংশ গ্রহন করে বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *