October 24, 2024

শিবরাম চক্রবর্তীকে নিয়ে বই প্রকাশ করলেন অধ্যাপক ডঃ সৌরেন বন্দোপাধ্যায়

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর-সম্প্রতি উত্তরবঙ্গের মালদা জেলার চাচলের ভূমিপুত্র তথা সারা রাজ্যের বিখ্যাত বরেণ্য সাহিত্যিকদের অন্যতম শিবরাম চক্রবর্তীর ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বই প্রকাশিত হল মালদার ঝলঝলিয়াতে।বইটি প্রকাশ করলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৌরেন বন্দোপাধ্যায়।”শিবরাম চক্রবর্তীর গল্প বিচার বিশ্লেষণ”নামে বইটি প্রকাশ করে সৌরেন বাবু বলেছেন শিবরাম চক্রবর্তী ছিলেন একজন বর্ণময়  সাহিত্ত্বিক, ছিলেন সাহিত্যের উজ্বল নক্ষত্র।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই মানুষটির সাহিত্যের সর্বস্তরে ছিল অবাধ বিচরণ।বর্ণময় মানুষটির গল্পই শুধু তার প্রকাশিত  বইয়ে স্থান পেয়েছে।বই প্রকাশের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা অধ্যাপক ডঃ পুষ্পজিৎ রায়,অধ্যাপক শক্তি পাত্র,ক্ষিতিশ মাহাত সহ শহরের বিশিষ্ট গুণীজন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে শিবরাম চক্রবর্তীকে নিয়ে যেমন আলোচনা হয় তেমনি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *