October 24, 2024

কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ডে চ্যাম্পিয়ান ইস্টার্ন রেলওয়ে।

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে কুলদাকান্ত মেমরিয়াল চ্যাম্পিয়ান শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপের ফাইনাল খেলায় সাদেন ডেথে বৈদ্যাবাটি এফ সিকে হারিয়ে ইস্টার্ন রেলওয়ে কলকাতা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ।
নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় শেষ মুহূর্তে ট্রাই বেকারের পর সাদেন ডেথে খেলার নিষ্পত্তি হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খেলায় সেরা স্ট্রাইকার এস সাহা (বৈদ্যাবাটি)সেরা খেলোয়াড়এস পাজেন(বৈদ্যাৱাটি)ফাইনালে সেরা স্টপার অমিত রাজবংশী(ইস্টার্ন রেল)সেরা মিড ফিল্ডার হেমন্ত সোরেন(ইস্টার্ন রেল)সেরা গোল কিপার এস পাজেন(বৈদ্যাৱাটি)সেরা জয়সূচক গোলদাতা বরুন কর(ইস্টার্ন রেল)টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সুমিত ওরাও(ইস্টার্ন রেল)সেরা গোল দাতা শ্রীরাম সোরেন(রায়গঞ্জ টাউন ক্লাব)এবং খেলার সেরা দর্শক মন্টু চন্দ্র সাহাকেও পুরস্কৃত করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খেলার পুরস্কার প্রদান করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ বলে জানান কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ডের আহ্বায়ক ও ক্রীড়া সম্পাদক অরিজিৎ ঘোষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফাইনাল খেলা দেখবার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়।পুরস্কার বিতরনি অনুষ্ঠানে কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ড উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয় ।প্রকাশ করেন রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম এবং রায়গঞ্জ পৌর সভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৮৫তম কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ডের ফুটবল টুনামেন্টের খেলা গত ১৭ই ডিসেম্বর রায়গঞ্জ ইনস্টিটিউটের টাউন ক্লাবের পরিচালনায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে রবিবার ২৩শে ডিসেম্বর বাধন হারা উৎসাহের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি বিশিষ্ট জনদের উপস্থিতিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *