October 29, 2024

বিহার বাংলা যৌথ কৃষক আন্দোলন বিক্ষোভ কর্মসূচি সভার আয়োজন করা হয় ইটাহারে

1 min read

বিহার বাংলা যৌথ কৃষক আন্দোলন বিক্ষোভ কর্মসূচি সভার আয়োজন করা হয় ইটাহারে

১০ই জানুয়ারি ২০২১ শশাঙ্ক সরকার ,ইটাহার: পাটি দল নিবি’শেষে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বাতিলের দাবিতে বিহার বাংলা যৌথ কৃষক আন্দোলন বিক্ষোভ কর্মসূচি সভার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার থানার সরুন এক অঞ্জলের গোড়াহার গ্রামে মহানন্দা নদীর পাড়ে ওপার বিহার ও এপার বাংলা যৌথ কৃষক আন্দোলন সভা মঞ্চের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বাতিলের বিক্ষোভ কর্মসূচি সভার আয়োজন করা হয়,

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বিহার ও বাংলার বহু কৃষক নাঙ্গল,কোদাল সহ কৃষি জন্ত ঘারে নিয়ে বিক্ষোভ দেখান নদীর গভে’ পারাপার বাঁশের মাচায়, এদিনের কম’সূচিতে আমত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, বিহারের কাটিহার জেলার জাতীয় কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান md জহরুল ইসলাম, গোরাহার গ্রামের বিশিষ্ট সমাজসেবক তথা কৃষক আবুল কাশেম, উত্তম দাস, ইব্রাহিম আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত ব্যাক্তিরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বাতিলের দাবিতে বিক্ষোভ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার যে বিল আনতে চলেছে তাতে আগামী দিনে দেশের কৃষকরা খতির মুখে পরবে, আর লাভবান হবেন দেশের বিজেপি নেতা নেতৃত্ব কোটি প্রতিরা। পাশাপাশি এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বিহার ও বাংলার কৃষকরাও বলেন দিল্লিতে যেমন কৃষক সাথে’ কৃষি আইন বাতিলের দাবিতে অবস্থান চলছে, তেমনি বিহার ও বাংলার কৃষকরাও আগামী দিনে কৃষি আইনের বাতিলের দাবিতে বিহার বাংলা যাতাআত অচল করে দেওয়া হবে গোড়াহার এলাকায় মহানন্দা নদী ঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *