October 29, 2024

কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ট্যাপকল থেকে দুর্গন্ধ যুক্ত জল,ওয়ার্ডবাসীরা পৌর পরিষেবায় ক্ষুব্ধ

1 min read

কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ট্যাপকল থেকে দুর্গন্ধ যুক্ত জল,ওয়ার্ডবাসীরা পৌর পরিষেবায় ক্ষুব্ধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ট্যাপকল থেকে দুর্গন্ধযুক্ত পানীয় জল পড়াতে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ।কালিয়াগঞ্জ পৌর সভার ১৩ নম্বর কার্তিক দত্ত লেনের ট্যাপ কলের জল থেকে খাবার জল হিসাবে কেও আর জল নেয়না জানালেন ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌর চন্দ্র মহন্ত।গৌরবাবু বলেন দীর্ঘ একমাস ধরে ট্যাপকলের জলে দুর্গন্ধযুক্ত জল পাওয়া গেলেও পৌর সভার পক্ষ থেকে এ ব্যাপারে কোন রকম হেলদোল নেই।আমরা এই ট্যাপ কলের জল খাওয়া বন্ধ করে জল কিনে বর্তমানে খাচ্ছি।

এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাসকে এই ঘটনা জানালে আশুতোষ বাবু বলেন কালিয়াগঞ্জে এই মুহূর্তে দুয়ারে সরকারের কর্মসূচি চলছে।সেখানে গিয়ে একটি অভিযোগ জানালে তারা তারি কাজ হয়ে যাবে বলে তিনি জানান।কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর প্রসাশক শচীন্দ্র নাথ সিংহকে শহরের বিভিন্ন ওয়ার্ডের ট্যাপকল থেকে দুর্গন্ধযুক্ত জল পড়ছে।আপনি কি ব্যবস্থা নেবেন এই সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আমি মাত্র চারদিন হল পৌর প্রশাসকের দায়িত্ব নিয়েছি।ট্যাপের দুর্গন্ধযুক্ত জল সাধারণ মানুষ যদি পান করে তাহলে যে কোন মুহূর্তে অসুখ বিসুখ ঘটতে পারে।আমি এই দপ্তরের সাথে কথা বলে অবিলম্বে দুর্গন্ধযুক্ত জল বন্ধ করে বিশুদ্ধ পানীয় জল যাতে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকগণ পান তার ব্যবস্থা করবো।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সিনিয়ার সদস্য তথা কালিয়াগঞ্জ পৌর সভার বিদায়ী উপ-পৌরপিতা বসন্ত রায় ট্যাপকল থেকে দুর্গন্ধযুক্ত জল আসছে এই কথা শুনেই তিনি পি এইচ ই দপ্তরের কর্মীদের সাথে কথা বলেন।বসন্ত রায় কর্মীদের বলেন এখুনি সেই ওয়ার্ডে গিয়ে দেখুন কেন ট্যাপকল থেকে দুর্গন্ধযুক্ত জল পড়ছে তা দেখে অবিলম্বে ব্যবস্থ্য নিন বলে জানান।জানা যায় দুর্গন্ধযুক্ত জল খেয়ে ইতিমধ্যে ই বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর শহরের ট্যাপকলের জলে কোন দিন দুর্গন্ধযুক্ত জল এর আগে কখনো পাওয়া যায়নি।অথচ হটাৎ করে কেন এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে পৌর প্রসাশক মন্ডলীর সদস্যরা চিন্তায় পড়েছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *