October 29, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নবজাতকদের পরিবারের হাতে মেহগনি গাছ দেবার পরিবর্তে সরকারি গাছ গরু ছাগলের পেটে যাচ্ছে

1 min read

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নবজাতকদের পরিবারের হাতে মেহগনি গাছ দেবার পরিবর্তে সরকারি গাছ গরু ছাগলের পেটে যাচ্ছে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯জানুয়ারি:পশ্চিমবঙ্গ সরকারের সবুজশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী হাসপাতালের প্রত্যেক নবজাতকদের পরিবারের হাতে একটি করে দামি মেহগনি চারা গাছ তুলে দেবার কথা।অথচ আশ্চর্যের ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সেই মতাবেক চলতি জানুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু হবার কথা।উত্তর দিনাজপুর জেলা বন দপ্তর সবুজশ্রী কর্মসূচির জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য মোট আনুমানিক ৩০০০হাজার মেহগনি চারা গাছ হাসপাতালে পাঠিয়ে দেয়।

হাসপাতাল চত্বরে বেশ কিছুদিন পূর্বে বন দপ্তর দামি সেগুন গাছের চারা গুলি পাঠিয়ে দেবার পর তা সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে কিছু গাছ গরু ছাগলের পেটে এবং কিছু অনাদরে অবহেলায় পরে নষ্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষের প্রশ্ন সরকারি টাকা হলেই কি তা এই ভাবে নষ্ট হতে হবে? হাসপাতাল পাড়ার নাগরিক গৌরাঙ্গ দাস এক প্রশ্নের উত্তরে বলেন যেমন বন দপ্তর তেমনি স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।কারো কোন দায় দায়িত্ব নেই।

সরকার কর্তৃক নবজাতকদের পরিবারে দেবার জন্য দামি মেহগনি গাছ গুলি পরে পরে নষ্ট হচ্ছে যা দেখা যায়না।সরকারি টাকা এভাবে পরে পরে নষ্ট হবে তা একজন দায়িত্বশীল নাগরিক হয়ে দেখে চুপ করে থাকা যায়না।উত্তরদিনাজপুর জেলার বনাধিকারিক অনিমেষ ঘোষ এক প্রশ্নের উত্তরে বলেন সরকারের নির্দেশমত আমরা স্বাস্থ্য দপ্তরে এই মেহগনি গাছের চারা গুলি পাঠিয়ে দিয়েছি।চারা গাছগুলির দেখ ভালের দায়িত্বতো হাসপাতাল কর্তৃপক্ষের। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায় বলেন গাছগুলি দেখভাল করার মত লোক না থাকায় গাছগুলি নষ্ট হয়ে গেছে।তবে প্রকল্পটি অত্যন্ত ভালো প্রকল্প।তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে একটি শিশুর জন্মের পর হাসপাতাল থেকে ছুটি দেবার সময় গর্ভবতী মায়ের পরিবারের হাতে এই দামি মেহগনি গাছটি তুলে দেওয়া হয়।দেবার সময় গাছটিকে একটি পাটের ব্যাগের মধ্যে গাছের চারার সাথে সারের প্যাকেট থাকে এবং একটি সার্টিফিকেট সরকার থেকে দেওয়া হয়।প্রকাশ রায় বলেন এখনো অনেক গাছ আছে সেগুলোকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *