October 28, 2024

কালিয়াগঞ্জের লক্ষীপুর গ্রামে বিয়ের দিন নাবালিকার বিয়ে বন্ধ করে দিল সরকারি আধিকারিক

1 min read

কালিয়াগঞ্জের লক্ষীপুর গ্রামে বিয়ের দিন নাবালিকার বিয়ে বন্ধ করে দিল সরকারি আধিকারিক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০ডিসেম্বর: কথায় বলে বিয়ের পিঁড়িতে বসেও অনেক সময় বিয়ে হয়না।এমনি ঘটনা ঘটলো বৃহস্পতিবার কালিয়াগঞ্জের লক্ষীপুর গ্রামের সক বিয়ে বাড়িতে।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকার ডাঙ্গিপাড়া গ্রামে এক নাবালিকার বিয়ে হচ্ছে গোপন সূত্রে খবর পায় চাইল্ড লাইন ও ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক।দুপুরেই সোজা বিয়ে বাড়িতে চাইল্ড লাইনের বিপুল দাস এবং সমাজ কল্যাণ আধিকারিক দেবব্রত ঘটকের সাথে কালিয়াগঞ্জ থানার পুলিশ।বিয়ে বাড়িতে পুলিশ দেখে সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়।সমাজ কল্যাণ আধিকারিক দেবব্রত ঘটক মেয়ের বাবাকে বলেন আপনি আপনার নাবালিকা মেয়ের বিয়ে দিতে পারেন না।

এখনই বিয়ে বন্ধ না করলে আমাদের আপনাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।তা ছাড়া নাবালিকার বিয়ে হলে কন্যাশ্রীর টাকা সরকার থেকে পাওয়া যায়না।নাবালিকার বিয়ে বন্ধ করতেই সরকার থেকে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে।মেয়ের বাবা সরকারি আধিকারিক দেবব্রত ঘটক এবং চাইল্ড লাইনের বিপুল দাসের কথা ভালো করে বুঝবার পর বিয়ে বন্ধ করে দেয়। নাবালিকা মেয়ের বাবা বিয়ে বন্ধ করে দিয়ে একটি মুচলেকা লিখে দেয় সমাজ কল্যান দপ্তরের অধিকারিককে।যাতে লিখা হয় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে কোন ভাবেই দেবেন না।এর পর দুই পক্ষের মধ্যে স্থির হয় মেয়ের বয়স ১৮বছর পূর্ণ হলে এই ছেলের সাথেই তার মেয়ের বিয়ে দেবে।খবর নিয়ে জানা যায় একাদশ শ্রেণীতে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল কুশমন্ডির চৌষা গ্রামের একটি ছেলের সাথে।বয়স হয়েছিল ১৬ বছর।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *