October 28, 2024

শ্লীলতাহানির লজ্জা মেনে নিতে না পেরে ফাঁস দিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর ছাত্রী,এলাকায় ব্যাপক উত্তেজনা,গ্রেপ্তার আনিসুর রহমান

1 min read

শ্লীলতাহানির লজ্জা মেনে নিতে না পেরে ফাঁস দিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর ছাত্রী,এলাকায় ব্যাপক উত্তেজনা,গ্রেপ্তার আনিসুর রহমান

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬,ডিসেম্বর: পিতৃতুল্য এক ব্যক্তির দ্বারা শ্লীলতাহানির অপমান সহ্য করতে না পেরে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুরিয়ামহেশপুর গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী সোমা সরকার(১৭) রবিবার দুপুরে আত্মঘাতী হল।

এই ঘটনায় পুরিয়া মহেশপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অবশেষ পালিয়ে যাবার পর গ্রেপ্তার আনিসুর।এই মর্মান্তিক মৃত্তুর ঘটনার খবর জানা মাত্র বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ, ব্লকের বিজেপি ১৮ নম্বর মন্ডল সভাপতি তারিণী কান্ত রায়,২০নম্বর মন্ডল সভাপতি কার্তিক পাহান ও বিজেপির আইনজীবী অমিত শাহা সহ প্রচুর বিজেপির সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে সোচ্চার হয়ে অবিলম্বে দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকে বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানা থেকে কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা সহ মেজ বাবু পিনাকি সরকারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।মৃতের কাকিমা সান্তনা সরকার জানায় শ্লীলতাহানির ঘটনা ঘটে গত শুক্রবার।

সেদিন বাড়ির কিছু জিনিসপত্র আনতে সোমা পুরিয়া মহেশপুর বাজারে বাবার দোকান থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরবার পথে রাস্তার পাশে থাকা একটি ডিপ টিউবয়েলের পাশে সোমাকে একা পেয়ে সাইকেল থেকে নামিয়ে আনিসুর রহমান নামে (৪৮) বছরের বয়স্ক ব্যক্তি তার সাথে জোর পূর্বক অশালীন আচরণ ও শ্লীলতা হানি করে।বাড়ী ফিরে সোমা সমস্ত ঘটনা তার মা ও বাবাকে জানায়।সমস্ত ঘটনা গ্রামবাসীরা জানতে পেরে একটি সালিশিতে বসার কথা থাকলেও তা পরবর্তীতে বসেনি বলে জানা যায়।পরবর্তীতে রবিবারসালিশিতে বসছে এই খবর জানতে পাওয়া মাত্র সোমা তার নিজের ঘরে সবার আড়ালে তার গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

জানা যায় আনিসুর রহ মানকে পুরিয়া মহেশপুরের এক সিভিক পুলিশ পালিয়ে যেতে সাহায্য করেছে বলে গ্রাম বাসীদের অভিযোগ। অভিযুক্ত শ্লীলতাহানিকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কালিয়াগঞ্জের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে বিজেপির মহিলা মোর্চা নেত্রী দোলা মোদকের নেতৃত্বে আধ ঘন্টা পথ অবরোধ করা হয়।খবর নিয়ে জানা যায় বিজেপি র আইনজীবি অমিত সাহার সাহায্যে কালিয়াগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করবার প্রক্রিয়া শুরু করে রাতেই মৃতার বাবা কেশব সরকার অভিযোগ দায়ের করে।কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা বলেন শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত আনিসুর রহমানকে রাতেই কালিয়াগঞ্জের চান্দল থেকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।আগামী কাল সোমবার ধৃত আনিসুর রহমানকে রায়গঞ্জ আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *