October 23, 2024

সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌর কর্তৃপক্ষের বন্ধনে জড়িয়ে গেলেন শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়।

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা  কিছু কালজয়ী গানের কলি  দশকের পর দশক ধরে মানুষের মনের মধ্যে একই ভাবে গুনগুন করে ঢেউ খেলে যায়, তেমনি একটি বিখ্যাত গান ” এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু ” আর এই গানের কলির মতো শনিবারের সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কালিয়াগঞ্জের চিত্রপটে জনগন দেখলো সত্যি এক বন্ধুকে বন্ধনে জড়িয়ে নেওয়ার ঘটনা। বন্ধুকে তো বন্ধুই জড়িয়ে নেয় যেখানে কোনো জাত,পাত, ধর্ম নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আর এই বন্ধুকে বন্ধনে জড়িয়ে নেওয়াই এক আন্তরিকতায় মানসিক তৃপ্তি। এই বন্ধু আর এককভাবে কারো কেউ নন , তিনি হলেন কালিয়াগঞ্জের আপামর জনসাধারণের বন্ধু বর্তমানে কালিয়াগঞ্জ থানার আই,সি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় যিনি তিন বছর আগে কালিয়াগঞ্জ থানা থেকে বদলি হয়ে চলে গিয়েছিলেন আর কালিয়াগঞ্জ থানা প্রশাসনের প্রশাসনিক ডেকোরেশন তার সুদক্ষ পরিচালনায়  এমনভাবে বদল করেছিলেন যার জন্যে কালিয়াগঞ্জ থানা পশ্চিমবঙ্গের সকল জেলায় সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানার শিরোপা পায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রশাসনিক স্তরে নাম উঠে আসে কালিয়াগঞ্জের আর কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের অহংকার হয় এই বন্ধুর প্রশাসনিক দক্ষতায় কৃতিত্বের জন্য। এই বন্ধু কে পশ্চিমবঙ্গ সরকার আবারো বদলি করে কালিয়াগঞ্জে পাঠিয়েছেন কালিয়াগঞ্জ থানার আই,সি করে। তাই কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ আরো একটি কালজয়ী গানের কলি গুনগুন করে গাইছে ” এমন বন্ধু আর কে আছে, তোমার মতো মিস্টার ” ঠিক তখনই এই গানের কলির গুনগুন আওয়াজে উদ্বেলিত হয়ে কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের হয়ে এই বন্ধুকে আন্তরিক ভাবে শনিবারের সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় বন্ধনে জড়িয়ে নিতে এগিয়ে এলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পালের নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ। এই দৃশ্য বিরল তবে সাক্ষী হয়ে রইলো কালিয়াগঞ্জ বাসী ও সংবাদ মাধ্যম।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *