October 25, 2024

চাকরী দেবার নাম করে কালিয়াগঞ্জের যে সমস্ত তৃণমূল নেতৃত্ব বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন তারা রেহাই পাবেনা

1 min read

চাকরী দেবার নাম করে কালিয়াগঞ্জের যে সমস্ত তৃণমূল নেতৃত্ব বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন তারা রেহাই পাবেনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০,নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শাসক দলের যে সমস্ত নেতৃত্ব চাকরী দেবার নাম করে কালিয়াগঞ্জ তথা জেলার বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে আজ পর্যন্ত চাকরী দিতে পারেননি তারা প্রস্তুত থাকবেন।আপনাদের বিচারের সময় হয়ে আসছে।আপনারা কোন ভাবেই রেহাই পাবেন না। মঙ্গলবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের কালিয়াদমন মোড়ে কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের ডাকা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের গনঅবস্থানে এই বিস্ফোরক মন্তব্য করেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ।

পবিত্র বাবু বলেন গত তিন বছর আগে বেকার যুবক যুবতীরা জমিজমা সোনা দানা বিক্রি করে চাকরীর জন্য টাকা দিয়ে সর্বশান্ত হয়েছে।প্রতিদিন চোখের জল ফেললেও টাকাও পাচ্ছেনা,পাচ্ছেনা চাকরী।উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন রাজ্যের তৃণমূল নামক দলটি আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত।এই দলের নেতৃত্বরা যেমন সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করছে তেমনি সাধারণ মানুষের কাছ থেকেও প্রচুর টাকা নিয়েছে।এই সমস্ত লোকের চোখের জল বিফলে যাবেনা বলে কংগ্রেস নেতা পবিত্র চন্দ বলেন।

কংগ্রেস নেতা পবিত্র বাবু বলেন রাজ্যের মানুষ যখন আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধিতে নাজেহাল তখন আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন তার জন্য পাঁচশো কোটি টাকা দিয়ে ভাড়া করে ভোট গুরুকে এনে ভোটে জেতার জন্য রন কৌশল ঠিক করতেই ব্যাস্ত হয়ে পড়েছেন।আসলে ভোটরে আগেই তিনি রাজ্যের মানুষদের বার্তা দিয়েছেন তিনি এবার আর আসতে পারছেন না।

রাজ্যের তৃণমূল নেতাদের উপর তার কোন আস্থা নেই।তাই তিনি ভোট গুরুর শরণাপন্ন হয়েছেন।এবার কোন গুরুর মন্ত্র কাজ করবেনা বলে পবিত্র বাবু বলেন।কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত বলেন বলেন দ্রব্য মূল্য যে ভাবে ক্রমাগত বেড়েই চলেছে সেদিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন রকম লক্ষ নেই পেঁয়াজের কেজি ৮০টাকা আলুর কেজি ৫০ টাকা।লাফিয়ে লাফিয়ে জিনিস পত্রের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ নাগরিক আজ হিমশিম খাচ্ছে।অবিলম্বে রাজ্য সরকারকে এ ব্যাপারে নজর দিতে হবে বলে দাবি জানান।গন অবস্থানে বক্তব্য রাখেন কংগ্রেস নেত্রী মঞ্জুরী দত্ত দাম,কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল।উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পঙ্কজ পাল,নিখিল কুন্ডু এবং যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *